মহাকাশে নিয়ে যাবে ইলস্ট্রিস
আন্তর্জাতিক ডেস্ক : সবার মনে মহাকাশে ঘোরার একটা বাসনা থাকে। সেই বাসনা সত্যি করতেই বিভিন্ন প্রয়োগ ও খোঁজ চলছে৷ ভূগোল গবেষকেরা ‘ইলস্ট্রিস’ নামের এক এমন ব্রক্ষ্মান্ডে ভাসমান যান তৈরি করেছেন যাতে চড়ে আপনি ব্রক্ষ্মান্ডের সফর করতে পারবেন৷
ইলস্ট্রিসে সফর করার সময় আপনি আপনার মর্জি মতো সময়কে আগে বা পিছনে নিয়ে যেতে পারেন এবং ঘুরে দেখতে পারবেন সমস্ত আকাশগঙ্গা। ইলস্ট্রিস ১৩ মিলিনয় বছরের বিভিন্ন বিকাশের কাহিনী বলবে আপনাকে৷
আসলে ইলস্ট্রিস একটি সুপার কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে কাজ করে যাতে ৩ডি টেকনোলজির মাধ্যমে অন্তরীক্ষের বিকাশের কাহিনী প্রদর্শিত হয়৷ এতে সফর করার সময় এমন অনুভব হবে যে আপনার মনে হবে আপনি সত্যিই মহাকাশে ঘুরে বেড়িচ্ছেন৷
একসঙ্গে ৮০০০ সিপিইউ একসঙ্গে কাজ করে এই প্রোগ্রামে ৷ যদি একটি সাধারণ ইউপিএস প্রোগ্রামের সাহায্যে গণণা করলে প্রায় ২০০০ বছরেরও বেশি সময় লাগতে পারে৷
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস