বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৪৪:৪৬

পৃথিবীর দূষিত শহর

পৃথিবীর দূষিত শহর

এক্সক্লুসিভ ডেস্ক : প্রতি নিঃশ্বাসে রাজধানীবাসীদের শরীরে প্রবেশ করছে বিষ। দূষিত সেই বাতাস গ্রহণ করেই বেঁচে আছে ভারতের রাজধানী দিল্লির নাগরিকরা।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (দহুদ) জানিয়েছে, ভারতের রাজধানী দিল্লি এই মুহূর্তে পৃথিবীর দূষিততম শহর। দিল্লির দূষণ হেলায় হারিয়েছে বেইজিংকেও। অর্থাৎ আপনি যদি দিল্লির দুই কোটি বাসিন্দার একজন হন তাহলে পৃথিবীর দূষিততম শহরে বাস করছেন আপনিও।

দহুদ দাবি করেছে প্রাকৃতিক গ্যাসে চলা যানবাহনও দিল্লির বায়ু দূষণের মাত্রা কমাতে পারেনি।

রাজধানীর বাহ্যিক বায়ু দূষণের মাত্রা সারা বিশ্বের ৯০টি দেশের এক হাজার ৬০০ শহরের তুলনায় অনেক বেশি।

দহুদ ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত করা একটি সমীক্ষার ভিত্তিতে এই রিপোর্ট পেশ করেছে।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে