বৃহস্পতিবার, ০৯ জুন, ২০১৬, ০৯:৩৯:৩৮

বিশ্বের যে ৫টি দেশে খাবার পানির থেকেও সস্তা পেট্রোল!

বিশ্বের যে ৫টি দেশে খাবার পানির থেকেও সস্তা পেট্রোল!

এক্সক্লুসিভ ডেস্ক : পানির দামে তেল! বাংলাদেশি টাকায় এক লিটার মিনারেল ওয়াটার কিনতে যে টাকা লাগে তার থেকেও কম দামে এক লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে! জ্বালানি তেলের দাম কোথাও ১৪ টাকা প্রতি লিটার, কোথাও ১৬ টাকা প্রতি লিটার, কোথাও আবার ১৯ টাকা। এমন ৫টি দেশ যেখানে পেট্রোল সব থেকে সস্তায় পাওয়া যায়। খবর জিনিউজ।

১. কাতার- প্রতি লিটার পেট্রোলের দাম মাত্র ২৫ টাকা। এক লিটার পানির দাম সেখানে ৩৫টাকা!

২. আলজিরিয়া- প্রতি লিটার পেট্রোলের দাম মাত্র ১৯ টাকা। সেখানে এক লিটার পানির দাম ৩০ টাকা।

৩. তুর্কমিনিস্থান- এখানে প্রতি লিটার পেট্রোলের দাম ১৯ টাকা।

৪. সৌদি আরব- এই দেশে প্রতি লিটার পেট্রোলের দাম ১৬ টাকা।

৫. কুয়েত- পৃথিবীতে কুয়েতই এমন একটা দেশ যেখানে পেট্রোলের প্রতি লিটারের দাম মাত্র ১৪ টাকা।
৯ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে