বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৪৯:০০

বিপজ্জনক তবুও জনপ্রিয় বাঁশের ট্রেন!

বিপজ্জনক তবুও জনপ্রিয় বাঁশের ট্রেন!

এক্সক্লুসিভ ডেস্ক : দুনিয়ায় অনেক রকম ট্রেনই রয়েছে।  কিন্তু কখনো কি শুনেছেন বাঁশ দিয়ে ট্রেন তৈরির কথা? বাষ্পের ইঞ্জিনের ট্রেন, ডিজেল বা বিদ্যুৎচালিত ট্রেন সব রকমের ট্রেনই আছে।  তবে এমন এক ট্রেন রয়েছে যা বিপজ্জনক কিন্তু জনপ্রিয়।  শুনন সেই বাঁশের ট্রেনের কাহিনী।

বিপজ্জনক বাঁশের ট্রেন চলাচল করে কম্বোডিয়ায়।  সেখানকার বাটামবাগ ভ্রমণপিপাসুদের জন্য খুব একটা জনপ্রিয় না হলেও উত্তরপশ্চিমস্থ অংশে বাঁশের তৈরি ট্রেন অনেকটা জনপ্রিয়।

জানা গেছে, শহরের উপকন্ঠে চলাচল করে বাঁশের ট্রেন।  বিশ্বাস না হলেও ঘটনা কিন্তু সত্যি।  তবে কীভাবে তৈরি করা হয় বাঁশের ট্রেন- এমন প্রশ্ন আসতেই পারে।  এসব বাশেঁর ট্রেন তৈরিতে প্রয়োজন হয় বাঁশের তৈরি চাটাই, ৪টি ছোট চাকা, মোটরসাইকেল বা ট্রাক্টরের ইঞ্জিন।  এগুলো দিয়েই তৈরি করা হয় বাঁশের ট্রেন গাড়ি।

ইতিহাস বলে, ফরাসিরা পুরো কম্বোডিয়া জুড়ে নির্মাণ করেছিল রেলপথ।  কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এখন খুব সামান্যই অবশিষ্ট রয়েছে।  রেলপথগুলো খুব একটা ব্যবহারও করা হয় না।  জং ধরে নষ্ট হতে চলেছে রেলপথগুলো।  এসব রেলপথে চলছে বাঁশের তৈরি ট্রেন গাড়ি।  সেখানে ট্রেন গাড়ি বেশ জনপ্রিয়।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে