গ্রামগুলোই স্বামী-স্ত্রী
এক্সক্লুসিভ ডেস্ক : ভারতের রাজস্তানের হেদাউতি অঞ্চলে প্রায় দুই ডজন গ্রাম আছে যেগুলো সুখী দম্পতির হয়ে টিকে আছে।
স্থানীয় কিংবদন্তি অনুযায়ী অতীতকালে লোকজন পাশাপাশি অবস্থিত গ্রামগুলোকে ছন্দবদ্ধ নামে পুরুষ ও নারী হিসেবে অভিহিত করেছিল।
এসব গ্রামের কয়েকটি উদাহরণ হলো ডোবারা-ডোবারি, থামলা-থামলি, লাতুরা-লাতুরি, যোগড়া-যোগড়ি, কাচরা-কাচরি, বামলা-বামলি, মাতানা-মাতানি।
কয়েকটি গ্রামের নাম আকার অনুযায়ীও হয়েছে। যেমন বিনোদকালান (বড় বিনোদ) ও বিনোদখুর্দ (ছোট বিনোদ), দেওলিকালান (বড় দেউলি) ও দেওলিখুর্দ (ছোট বিনোদ)।
কয়েকটি গ্রামের নাম আরো মজাদার : জেঠানি (স্ত্রীর বড়বোন) ও দেবরানি (স্ত্রীর ছোটবোন)।
এসব গ্রামের বেশির ভাগ সদস্যই নিম্নবর্ণের।
অদ্ভূত নামের কারণে এসব গ্রামের অধিবাসীরা এ নিয়ে কৌতূকও করে থাকেন। যেমন দোবারা (পুরুষ) গ্রামের মানুষ দোবারি (নারী) গ্রামের লোকদের ‘স্ত্রী’ হিসেবে ডেকে তাদের ক্ষ্যাপানোর চেষ্টা করে।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস