শিশুদের বই থাকে নেতাদের জন্য শিক্ষা
এক্সক্লুসিভ ডেস্ক : সমর্থক কিংবা কর্মী থেকে নেতা হয়ে ওঠা খুব সহজ বিষয় নয়। অথচ পৃথিবীতে যারা মহান নেতা হয়েছেন তারা ছিলেন একেবার সাধারণ। অবাক করার মতো ঘটনা হলো, ছোট মানুষকে বড় হতে বইয়ে যে সকল উপদেশ-পরামর্শ দেওয়া থাকে, নেতা হয়ে ওঠার জন্য একই রকম গুণাগুন প্রয়োজন হয়। একজন আদর্শ নেতা হয়ে ওঠার জন্য অত্যাবশ্যক কিছু উপদেশ দেওয়া হলো যা শিশুদের বই থাকে।
১. দ্য লোরাক্স
প্রতিষ্ঠান তার পরিবেশের খেয়াল না নিলে শেষ অবধি অস্তিত্ব সংকটে পড়ে।
পুমার এক্সিকিউটিভ চেয়ারম্যান জোচেন জিৎজ প্রতিষ্ঠানের পরিবেশগত লাভ ও লোকসানের হিসেব দেখিয়েছিলেন। ২০১০ সালে প্রতিষ্ঠানের ১২৪ মিলিয়ন পাউন্ড লোকসান হয়েছিল যার ফলে একটি সহযোগী প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
২. ফার্স্ট ডে জিটারস
এমনকি মৌসুমী নেতারাও দুশ্চিন্তা বোধ করেন। এর কারণ হলো, তারাও কর্মীদের জন্য চিন্তা করেন এবং এ জন্য প্রস্তুতি নিচ্ছেন।
প্রতিষ্ঠানের ভবিষ্যত নিয়ে মালিকপক্ষরা অতিমাত্রায় চিন্তিত না থাকলেও তার উন্নতি ঘটতে পারে।
৩. বিউটিফুল ওপস!
ভুল মানুষকে সৃষ্টিশীল ও উদ্ভাবনী করে- এ গল্পের মূল শিক্ষা।
রসায়নবিদ স্পেন্সার সিলভার আঠাকে আরো শক্তিশালী করার গবেষণা করছিলেন। হঠাৎ করেই তিনি এমন এক আঠা বানিয়ে ফেললেন যা অনেক শক্তিশালী। তেমনিভাবে নেতারা যখন ঝুঁকি নেন, তখন আরো বেশি লাভ আসে।
৪. মিস নেলসন ইজ মিসিং
আসল ভালোবাসা বহু পথ পাড়ি দেয়। যে সব নেতারা তাদের কর্মীদের উচ্চ স্থানে নিতে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন, তাদের দ্বারা ক্রমশ ভালো কাজ হয়।
জেফ বেজোস আমাজনের একটি মেমোতে ভুল রয়েছে অভিযোগ দিয়ে তা পাঠিয়ে দেন। কিন্তু ভুল কোথায় ছিল তা বলে দেননি। মেমোর লেখক তার ভুল না খুঁজে সাবধান হয়ে যান, যেনো ভবিষ্যতে আর ভুল না হয়।
৫. দ্য গিভিং ট্রি
মহান নেতারা অন্যের স্বার্থ আগে দেখেন। যে সব প্রতিষ্ঠানের উচ্চপদস্থরা নিচের পদের মানুষদের নিয়ে চিন্তা করেন, সে সব প্রতিষ্ঠানের কার্যক্রম আরো ভালো হয়।
এড ক্যাটমুল এবং আলভি রে স্মিথ সিনেমা প্রতিষ্ঠান চালাতেন। যখন নতুন প্রেসিডেন্ট ওই অফিস থেকে ছাঁটাইয়ের জন্য তাদের কাছে তালিকা চাইলেন, তখন তারা নিজেদের নাম লিখে তালিকা আনলেন। কয়েক মাস বাদে তারা দুজন পিক্সার নামে একটি প্রতিষ্ঠান খুলেছিলেন। তাদের সঙ্গে ছিলেন স্টিভ জবস।
৬. এভরিওয়ান পপস
কেউ নিখুঁত নয়, আমরা সবাই মানুষ। সব নেতাদের জীবনেই ব্যর্থতা আছে। কারণ তা না থাকলে তাদের পক্ষে অভিজ্ঞ হয়ে ওঠা সম্ভব নয়।
আইবিএম এর এক ভাইস প্রেসিডেন্টের ভুলের কারণে একটি প্রজেক্ট ব্যর্থ হয়। এতে প্রতিষ্ঠানের প্রায় ১০ মিলিয়ন ডলার গচ্ছা যায়। এ ব্যর্থতার দায় নিয়ে তিনি তার পদত্যাগপত্র জমা দিতে আসেন আইবিএম এর চেয়ারম্যান থমাস ওয়াটসনের কাছে। তখন থমাস তার পদত্যাগপত্র গ্রহণ না করে বলেন, এই প্রতিষ্ঠান তার শিক্ষা গ্রহণের জন্য ১০ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে।
৭. অ্যালেক্সারন্ডার অ্যান্ড দ্য টেরিবল, হরাইবল, নো গুড ভেরি ব্যাড ডে
আমাদের সবার খারাপ সময় যাবে। এত অভ্যস্ত হয়ে যান। যে সকল নেতারা নেতিবাচক পরিস্থিতি সামাল দেওয়ার উপায় খোঁজেন, তারা নিজেদের আরো বেশি সক্ষম করে তোলেন।
ওয়াল স্ট্রিটের সবচেয়ে ক্ষমতাশালী নারী স্যালি ক্রাচেক। তিনি স্মিথ বার্নে থেকে চাকরিচ্যুত হয়েছিলেন। তিনি তার সমস্যাগুলোর সমাধান করে এগিয়ে গেলেন এবং এক সময় ব্যাংক অব আমেরিকাস ওয়েল ম্যানেজমেন্ট বিজনেসের প্রধান হয়ে গেলেন।
৮. আর ইউ মাই মাদার?
সফল নেতারা বিভিন্ন পরিচয়ে পরিচিত হয়ে ওঠেন। যখন নেতারা তাদের সব লক্ষ্য-উদ্দেশ্যকে এক করে একযোগে সামনে এগোতে থাকেন, তবে সফলতা আসতে বাধ্য।
৮. দ্য লিটল ইঞ্জিন দ্যাট কুড
বহু সময় চেষ্টার মাধ্যমে নেতারা আত্মবিশ্বাস গড়ে তোলেন। ক্রান্তিকালে সত্যিকার নেতারাই আশার সঞ্চার করেন।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস