বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৫৫:১৩

৭৮ বছর পর বোনের দেখা

৭৮ বছর পর বোনের দেখা

এক্সক্লুসিভ ডেস্ক : একসঙ্গে দু’বোনের জন্ম। এলিজাবেথ ও অ্যান যমজ বোন। ৭৮ বছর ধরে আলাদা থেকেছেন তারা। জীবনের শেষ প্রান্তে এসে দেখা।

এতো বছর পর দেখা পেয়ে একে অন্যকে জড়িয়ে ধরে আনন্দে, আবেগে আপ্লুত হয়ে পড়েন। অরেগনের আলবেনি শহরে গত বৃহস্পতিবার দেখা হয় দু’বোনের। খবর বিবিসি অনলাইনের।

প্রতিবেদনটিতে জানানো হয়, ১৯৩৬ সালে ইংল্যান্ডের অ্যালডারসট শহরে জন্মগ্রহণ করেন দু’বোন। মা অ্যালিস আলেকজান্দ্রা ছিলেন অবিবাহিত। তিনি ছিলেন একজন গৃহকর্মী।

একসঙ্গে যমজ দুই সন্তানকে লালন পালন করা তার জন্য কঠিন ছিল। বাবা পিটার্স অ্যালডারসটে সেনাঘাঁটির একজন সেনা ছিলেন। তিনি কখনও সন্তানদের খোঁজ নেননি। বাধ্য হয়ে মা অ্যালিস যমজ সন্তান অ্যানকে দত্তক দিয়ে দেন।

একই শহরে হেক্টর উইলসন ও তার স্ত্রী গ্ল্যাডির কাছে বড় হতে থাকেন অ্যান। অন্যদিকে এলিজাবেথ বড় হতে থাকেন মা অ্যালিসের কাছে। এক শহরে বড় হলেও কিন্তু দু’বোনের কখনও দেখেননি।

১৪ বছর বয়সে অ্যান জানতে পারেন, গ্ল্যাডি ও হেক্টর তার নিজের মা-বাবা নন। প্রথমে দুঃখ পেলেও পরে আপন করে নেন। কিন্তু তখনো জানেননি শহরের এক প্রান্তে তারই যমজ বোন এলিজাবেথ রয়েছেন।

দ’বোনকে মিলিয়ে দেন চিকিৎসক ন্যান্সি সিগাল। ওই চিকিৎসক দুই দশক ধরে যমজের ওপর গবেষণা চালিয়ে আসছেন। যমজ ভাই-বোনদের আচরণের ওপর গবেষণা করছেন ন্যান্সি সিগাল। এভাবেই তিনি পেয়ে যান এলিজাবেথ ও অ্যানের সন্ধান। পরে দু’বোনকে মিলিয়ে দেন তিনি।

এপ্রিল মাসে অ্যালডারসট থেকেই এলিজাবেথের হাতে একটি চিঠি আসে। চিঠিটি লিখেছিলেন অ্যান। চিঠি পড়ে বিমর্ষ হয়ে যান এলিজাবেথ।

অ্যানকে দেখার জন্য মনটা উতাল-পাতাল করতে থাকে। এলিজাবেথ বলেন, অনেক বছর ধরে আমি তোমার জন্য প্রার্থনা করেছি। তোমায় খুঁজছি অনেকদিন ধরে। কখনও ভাবিনি এভাবে পেয়ে যাব তোমায়।

এলিজাবেথ বলেন, আমিও কোনোদিন ভাবিনি, এভাবে যে তোমার সঙ্গে দেখা হবে আমার।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে