বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৫৯:০৬

একসঙ্গে ৭ বাচ্চা!

একসঙ্গে ৭ বাচ্চা!

এক্সক্লুসিভ ডেস্ক : দু’চারটি নয় একসঙ্গে ৭টি বাচ্চা প্রসব করেছে দেশীয় জাতের একটি মা-ছাগল। এ দৃশ্য একনজর দেখতে ওই বাড়িতে ভিড় জমিয়েছে আশপাশের মানুষ।

ঘটনাটি ঘটেছে নওগাঁর মহদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে। মঙ্গলবার সকালে ওই গ্রামের মৃত মনসুর আলীর ছেলে আবুল কাশেমের বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি বাচ্চাগুলো প্রসবের পর যতœ নিচ্ছেন।

গত শুক্রবার তার পালিত ছাগলটি পরপর সাতটি বাচ্চা প্রসব করে। বাচ্চাগুলোকে দেখার জন্য প্রতিদিনই আশপাশের গ্রামের লোকজন ভিড় করছে। বাচ্চাগুলো ও  তার মা সুস্থ রয়েছে।

এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাচ্চাগুলো ও তার মাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ছাগল মালিক আবুল কাশেম জানান,  এতোগুলো বাচ্চা একসঙ্গে পাবো কখনও ভাবিনি। সবই আল্লাহর রহমত। বাচ্চাগুলো পরিচর্যা করা আমার কাজ। বাচ্চাগুলো দেখে আমার মনটা ভরে যায়।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে