শুক্রবার, ১০ জুন, ২০১৬, ০৪:৫১:০২

মুসলিম নারীদের ওপর আঘাত, এই পোশাক পরতে পারবে না নারীরা!

মুসলিম নারীদের ওপর আঘাত,  এই পোশাক পরতে পারবে না নারীরা!

এক্সক্লুসিভ ডেস্ক : নতুন ফতোয়া জারি করেছেন জার্মানির মেয়র।  একটি সরকারি সুইমিং পুলে মুসলিম নারীদের পরা বিশেষ পোশাক ‘বুরকিনি’ নিষিদ্ধ করা হয়েছে।

মেয়র বলছেন, ধর্মীয় বিভাজন সৃষ্টির জন্যই এ পোশাক নিষিদ্ধ করা হলো।  অইসলামিক নারী সাঁতারুর অভিযোগের ভিত্তিতে এ উদ্যোগ নেয়া হলো।

রিগেনসবার্গের কাছে নিউট্রাবলিং সুইপিং পুলে একজন মাত্র মুসলিম নারী এ পোশাক পরেছিল।  তাতেই অভিযোগ উঠে অন্য নারীদের কাছ থেকে।

জার্মানির স্থানীয় একটি পত্রিকার বরাত দিয়ে ব্রিটেনের ডেইলি মেইল জানিয়েছে, ওই মুসলিম নারী যখন বুরকিনি পরে সাঁতার কাটছিলেন এবং অন্যান্য শারীরিক কসরত করছিলেন তখন অন্য সাঁতারুদের কাছ থেকে এমন আপত্তি ওঠে।

শহরটির মেয়র হেইনজ কিসলে মন্তব্য করেছেন, নারী সাঁতার দিবসে সারা শরীর ঢাকা পোশাকের কোনো দরকারই নেই।  সাধারণ পোশাকই পরতে হবে।

তিনি বলেন, সব ধরনের মানুষের জন্য এ সুইমিং পোলে অর্থায়ন করা হয়।  কোনো ধর্মীয় বিভাজন তৈরির কাজ না করাই উচিত।

মেয়র হেইনজ কিসলে বলেন, কিছু শরণার্থী শুধু আন্ডারওয়্যার পরে এখানে সাঁতার কাটতে আসেন। সেটিও মানা করা হয়েছে।

বুরকিনির ওপর এ ধরনের নিষেধাজ্ঞায় শহরের লোকজনের সমর্থন থাকলেও তবে এর নিন্দা জানিয়েছে মানবাধিকার গ্রুপগুলো।

দেশটির গ্রিন পার্টির ‍যুব শাখা থেকে বিবৃতিতে বলা হয়েছে, বিষয়টি শুধু মৌলিক অধিকারের লঙ্ঘনই নয়, এটি মানবতা ও সহনশীলতার ওপর আঘাতও।
১০ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে