পৃথিবীর দীর্ঘতম মধুচন্দ্রিমা
এক্সক্লুসিভ ডেস্ক : অ্যানি এবং মাইক হাওয়ার্ড জুটি পৃথিবীর দীর্ঘতম মধুচন্দ্রিমা যাপন করেছেন। চাকরি ছেড়ে, অ্যাপার্টমেন্ট ভাড়া দিয়ে বেড়িয়ে পড়েন সুদীর্ঘ অভিসারে। এতে তারা প্রায় দু’বছর ধরে ছয়টি মহাদেশের ৩৩টি দেশ ভ্রমণ করেছেন।
আফ্রিকার গভীর বন, রিও দি জেনিরো কার্নিভাল, থাইল্যান্ডের রান্নারে ক্লাস, আবার কখনো গেছেন জাপানি শিল্পকলার ক্র্যাশকোর্সে। এভাবেই রোমাঞ্চকর সব বিচিত্র অভিজ্ঞতার ঝুঁড়ি পূর্ণ করে শিগগির ঘরে ফিরেছেন তারা।
‘হানিট্রেক ডট কম’ নামে মাইক ও অ্যানি একটি ওয়েবসাইট চালু করেন। এতে মাইক নিজের পেশা উল্লেখ করেন ‘প্রফেশনাল হনিমুনার’। এ ওয়েবসাইটে তাদের যাত্রাপথের বিভিন্ন সমস্যা, নানা অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করেন। -
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস