এক্সক্লুসিভ ডেস্ক : দেশের বাইরে নয়, দেশের ভেতরেই রয়েছে ঘুরে বেড়ানোর বিস্ময়কর স্থান যা দেখলে আপনার মনটা ভরে যাবে। ঈদের ছুটিতে এক ফাঁকে ঘুরে আসতে পারেন সেই সব স্থান, যেখানে বারবার যেতে আপনার মন টানবে।
বাংলাদেশে ঘুরে বেড়ানোর সৌন্দর্যময় বিস্ময়কর ১০টি স্থান সম্পর্কে জানুন, এতে এক ঘেয়েমি জীবন থেকে মুক্তি পাবেন। কিন্তু কোথায় যাবেন তা নির্ধারণ করতে হবে আপনাকেই। জেনে নিন সেই স্থানগুলোর নাম-
বান্দরবানের নীলগিরি রিসোর্ট, বান্দরবানের সাঙ্গু নদী, বান্দরবানের কেওক্রাডং, বান্দরবানের বগা লেক, বান্দরবানের জাদিপাই পাড়া, সিলেটের চা বাগান, পাহাড়পুর বৌদ্ধবিহার, রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ, রাঙ্গামাটির কাপ্তাই লেক, কক্সবাজার।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম