বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:০৭:৪৭

যে কারণে লম্বা পুরুষ নারীর পছন্দ

যে কারণে লম্বা পুরুষ নারীর পছন্দ

এক্সক্লুসিভ ডেস্ক : সাম্প্রতিক এক গবেষণায় যুক্তরাষ্ট্রের একদল গবেষক প্রমাণ পেয়েছেন অনেক নারীরই পুরুষের উচ্চতার প্রতি রয়েছে সহজাত আকর্ষণ।

বহু প্রচলিত কথাটা আপনার হয়তো বিশ্বাস নাও হতে পারে; কিন্তু জার্নাল অব ফ্যামিলি সাময়িকীতে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। জীবনসঙ্গীর উচ্চতার ব্যাপারটিকে নারীর তুলনায় পুরুষেরা কম গুরুত্ব দিয়ে থাকেন।

তারা নিজেদের চেয়ে খাটো মেয়ে পছন্দ করেন, তবে অতিরিক্ত খাটো নয়। গবেষকদের দাবি, পুরুষের লম্বা হওয়ার বিষয়টি একজন নারীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নিজের সুরক্ষার জন্যই পুরুষের উচ্চতার প্রতি অনুরক্ত হন।

গবেষণায় অংশগ্রহণকারী এক নারী বলেন, ‘মেয়ে হিসেবে আমি একই সঙ্গে সন্তুষ্টি ও নিরাপত্তা পেতে চাই। নিচের দিকে তাকিয়ে কোনো পুরুষের চোখে চোখ রাখার বিষয়টি আমার কাছে কাক্সিক্ষত নয়।’

ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাসের সমাজবিজ্ঞানের অধ্যাপক জর্জ ইয়ানসে বলেন, পুরুষের জন্য লম্বা হওয়ার বিষয়টি একটি ব্যক্তিগত সম্পদ আর নারীর কাছে ব্যক্তিগত দায়বদ্ধতার মতো।
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে