শুক্রবার, ১০ জুন, ২০১৬, ১১:১৪:০৪

এক 'সেলফিতেই' খেলা ফাইনাল!

এক 'সেলফিতেই' খেলা ফাইনাল!

এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বজুড়ে ফেসবুক সেলফি নিয়ে নানা ঘটনার কথা মাঝেমধ্যেই শোনা যায়। কখনো হারিয়ে যাওয়া আত্মীয় পরিজনকে খুঁজে দেয় এই সেলফি। আবার কখনো বিপদও ডেকে এনেছে তা। আর সেই সেলফিই কিনা এবার ধরল এক খুনিকে? তাও আবার সাত বছর পর।

জিনিউজের এক প্রতিবেদনে ঘটনার বিবরণ সম্পর্কে জানা গেছে, মনি নামে ওই ব্যক্তি নিজের স্ত্রীকে নিয়ে ২০০৯ সালে বাহিরের কোনো জেলা থেকে এসে ভারতের তামিলনাড়ুর নান্নিউর জেলায় বসবাস শুরু করেন। কিন্তু, কিছুদিন পরই স্ত্রীর উপর সন্দেহের বশে তাকে খুন করে মনি। ঘটনার পরই সেখান থেকে পালিয়ে যায় সে। পুলিস তদন্তে নেমেও গত সাত বছরে তার কোনো সন্ধান বাহির করতে পারেনি। অবশেষে, কয়েক দিন আগে চেন্নাইয়ের একটি রেস্তরাঁ থেকে তাকে গ্রেফতার করে পুলিস। বর্তমানে সে জেলে রয়েছে।

কিন্তু, কী এমন হলো যাতে এতদিনের পলাতক আসামি সহজেই সধরা পড়ে গেল? জানা যায়, স্ত্রীকে খুনের পর মনি কান্দাস্বামী নাম নিয়ে চেন্নাইয়ে গিয়ে গা ঢাকা দেয়। সেখানে একটি রেস্তরাঁয় কাজও শুরু করে। সম্প্রতি, ফেসবুকে নিজের তোলা একটি সেলফি পোস্ট করে মনি। আর সেখানেই খেলা ফাইনাল হয়ে গেল। খোঁজ মেলে তার। খবর পেয়ে পুলিস সেখানে গিয়ে তাকে গ্রেফতার করে।
১০ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে