শুক্রবার, ১০ জুন, ২০১৬, ১১:৩০:১৩

ইনি কে চেনেন? চিনলে মাথা নষ্ট হয়ে যাবে!

ইনি কে চেনেন? চিনলে মাথা নষ্ট হয়ে যাবে!

এক্সক্লুসিভ ডেস্ক : ইনি কে চেনেন? চিনলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে! অবশ্য আপনার মেমোরিতে প্রায় সর্বক্ষণই ঘুরে তার নাম।  অসম্ভব সুন্দরী এই মহিলাই হতে যাচ্ছেন বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী হিসেবে ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট পদে লড়াই করে মনোনয়ন পেয়েছেন তিনি।  

দেশটির সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন জনসমর্থন পেলে হয়ে যেতে পারেন প্রথম মার্কিন মহিলা প্রেসিডেন্টও।

এরই মধ্যে তিনি বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থন পেয়েছেন।  

১৯৪৭ সালের ২৬ অক্টোবর জন্ম নেন বিশ্বের আলোচিত এই নারী রাজনীতিবিদ।  শিকাগোতে বেড়ে ওঠা হিলারি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী।

১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত ছিলেন মার্কিন ফার্স্ট লেডি।  পার্ক রিজে প্রাথমিক বিদ্যালয় আর মাইন সাউথ হাইস্কুলে মাধ্যমিক শেষ করে ১৯৬৫ সালে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ওয়েলেসলি কলেজের রাষ্ট্রবিজ্ঞানে ভার্তি হন তিনি।

হৈ-হুল্লোড় আর নানা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যদিয়ে কেটেছে তার কলেজ জীবন।  কলেজ ছাত্র সংসদের নির্বাচন নিয়েও ব্যস্ততা কম যায়নি হিলারির। 

কলেজ জীবনে শিক্ষকদেরও প্রিয় ছাত্রী ছিলেন হিলারি।  এবার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে বিশ্ব নেবেন হাতের মুঠোয়।  অবশ্য প্রেসিডেন্ট বারাক ওবামার মন্ত্রিসভায় কিছু সময় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।
১০ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে