ব্যাঙের বিয়ে!
এক্সক্লুসিভ ডেস্ক : তীব্র রোদে প্রাণ ওষ্ঠাগত। তপ্তপ্রাণে শীতল পরশ পেতে একটু বৃষ্টি চাই। কিন্তু আকাশে মেঘ নেই। তাই নিরুপায় হয়ে ব্যাঙের বিয়ে দিলেন ভারতের আরামবাগের প্রতাপনগরের বাসিন্দারা। তাদের বিশ্বাস, ব্যাঙের বিয়ে হলে বৃষ্টি হবে।
শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঘণ্টাধ্বনিতে ধুমধাম বিয়ে। বিয়েতে বরযাত্রীও আছে শ’খানেক। প্রায় দুই ঘণ্টা চলে বিয়ের আসর। ধুমধামে বিয়ে তো হলো। কিন্তু বৃষ্টি কোথায়?
বাসিন্দাদের দৃঢ় বিশ্বাস, বৃষ্টি তো নামবেই, ব্যাঙের বিয়ে যে হয়ে গেছে।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস