ইঁদুর খাওয়া মানুষ
এক্সক্লুসিভ ডেস্ক : ভয়াবহ দরিদ্র্যতার মুখোমুখি। পার্শ্ববর্তী ভারতের বিহারের মুসাহার সম্প্রদায় তারা। এ সম্প্রদায়ের সদস্যরা ক্ষেতে ফাঁদ পেতে ইঁদুর ধরে খান। ধান কাটার মৌসুম শেষ হলেই শুরু হয় ক্ষেত থেকে ইঁদুর ধরা। পাশাপাশি ইঁদুরের গর্ত থেকে তারা খাবারও সংগ্রহ করে থাকেন।
মুসাহার সম্প্রদায় মানেই ইঁদুর খেকো। প্রায় আড়াইশ’ সদস্যবিশিষ্ট এ সম্প্রদায়টি ইঁদুর, তেলাপোকা ও শামুক ইত্যাদি খেয়েই জীবন ধারণ করে থাকেন।
এ সম্প্রদায়ের লোকজন বিহারের দ্বারভাঙা জেলার কাবাউল গ্রামে আনুমানিক ১৫০ বছর ধরে বসবাস করে আসছে। এ সম্প্রদায়ের অর্ধনগ্ন শিশুরা খাবার খুঁজতে জলাভূমিতে সারাক্ষণ ব্যস্ত থাকে।
এ সম্প্রদায়ের মালহু সাদা (৭৪) নামের এক লোক বলেছেন, আগের দিনে আমরা ইঁদুর আর ইঁদুরের গর্তে থাকা ধান খেয়েই জীবন ধারণ করতাম। এখন অনেক লোক কাজের সন্ধানে অন্য এলাকায় চলে যাওয়ায় আমরা এখন ফসল কাটার মৌসুমে ইঁদুর ধরি।
নারায়ন জি চৌধুরী নামের এক সমাজকর্মী বলেন, এ সম্প্রদায়ের লোকজন কোনো কাজ জানে না। সমাজের সবচেয়ে নিচুতে রয়েছে তারা। এদের নিজস্ব কোনো জমি ও গবাদি পশু নেই। অমানবিক পরিবেশে থাকে এরা। কারোরই তেমন কোনো পোশাকও নেই। কোনো রকমে লজ্জা নিবারণ করে তারা।
তিনি জানান, এ সম্প্রদায়ের দু’একজন হয়তো খাবার কিনে খেতে পারেন। বাকিরা ছোট মাছ ও শামুক ইত্যাদির ওপর নির্ভর করে থাকেন। ফলে আহারের জন্য তারা ইঁদুর ও তেলাপোকা খেতে বাধ্য হন। সূত্র : আল-জাজিরা
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস