শনিবার, ১১ জুন, ২০১৬, ০৩:০২:২৬

পবিত্র রমজান সম্পর্কে ১০টি তথ্য, যা সকলেরই জানা দরকার

পবিত্র রমজান সম্পর্কে ১০টি তথ্য, যা সকলেরই জানা দরকার

এক্সক্লুসিভ ডেস্ক : রমজান মাস মানেই ইসলাম ধর্মে এক পবিত্র মাস হিসেবে চিহ্নিত। এই মাসটি কৃচ্ছসাধন, চিত্তশোধন এবং আত্মত্যাগের সময় হিসেবেও পরিচিত। রমজান সম্পর্কে এমন কিছু তথ্য এখানে সন্নিবিষ্ট হল, যা প্রত্যেক ইসলাম-বিশ্বাসীর সঙ্গে সঙ্গে উদ্বুদ্ধ করবে অন্য ধর্মবিশ্বাসীদেরও।

১। রমজান ইসলামি চন্দ্র বছরের নবম মাস। ২। রমজান উপবাসের মাস। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনও রকম খাদ্য, পানীয় গ্রাহণ এই মাসে নিষিদ্ধ। এমনকী, ধূমপান অথবা শারীরিক মিলনও দিবাভাগে নিষেধ। ৩। সূর্যাস্তের পরে নমাজ সমাধা করে ইফতার বা খাদ্যগ্রহণ করাই বিধি।

৪। শিশুদের উপবাসের আওতা থেকে দুরে রাকার সিদ্ধান্ত ইসলামে রয়েছে। সাধারত, ১২ বছরের কমবয়সি মেয়ে এবং ১৫ বছরের কমবয়সি ছেলেরা উপবাসে অংশগ্রহণ না করলে ক্ষতি নেই। অবশ্য, শিশুরা অর্ধদিবস উপবাস করতে পারে।

৫। বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিকে উপবাসের আওতার বাইরে রাখার বিধান রয়েছে। ৬। অসুস্থ ব্যক্তি, যিনি উপবাসে অক্ষম, তিনি কোনও দরিদ্র ব্যক্তিকে খাদ্য দান করলে তার উপবাসের ফল লাভ হবে।

৭। গর্ভবতী, সদ্যপ্রসবা এবং ঋতুমতী নারীও উপবাসের বাইরে থাকবেন। ৮। অনিচ্ছাকৃত উপবাসভঙ্গ শাস্তিযোগ্য নয়। ৯। রমজানের উপবাস শেষ হয় ঈদ-উল-ফিতর-এ। ১০। ঈদ-উল-ফিতর দান, সংযম, আত্মশুদ্ধির উৎসব।
১১ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে