শনিবার, ১১ জুন, ২০১৬, ০৬:১৫:২৩

সবার জন্মদিন একটি, কিন্তু ব্রিটিশ রানীর জন্মদিন দু’টি কেন?

সবার জন্মদিন একটি, কিন্তু ব্রিটিশ রানীর জন্মদিন দু’টি কেন?

এক্সক্লুসিভ ডেস্ক : প্রতিটি মানুষই সচারচর একটি জন্মদিনই পালন করে থাকেন। কেন না, মানুষ জন্ম নেন একটি তারিখে। আর সেটিই হয় তার জন্মদিন। কিন্তু ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ দু’টি জন্মদিন পালন করেন! কিন্তু কেন?

যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথের প্রকৃত জন্মদিনটি হচ্ছে ২১ এপ্রিল। এই দিনটিতেই তিনি জন্মেছিলেন। তবে এছাড়া আরো একটি জন্মদিন আছে ব্রিটিশ রানীর। প্রতিবছর জুন মাসে পালন করা হয় ওই জন্মদিনটি।

এর কারণ হিসেবে জানা গেছে, রাজসিংহাসনে যেই থাকুক না কেন- রাজা অথবা রানী- যুক্তরাজ্য তার অতিরিক্ত একটি জন্মদিন পালন করে, যা তার প্রকৃত জন্মদিন নয়। সাধারণত গ্রীষ্মেই পালিত হয়ে থাকে এই জন্মদিনটি। এর কারণ এই সময়ে আবহাওয়া ভালো থাকে।

২৫০ বছর আগে বৃটিশ রাজা দ্বিতীয় জর্জ যখন ক্ষমতায় অর্থাৎ, ১৭৪৮ সাল থেকে রাজা বা রানীর দুটি জন্মদিন পালনের রেওয়াজ শুরু হয়। দ্বিতীয় এই জন্মদিনটিতে ব্রিটিশ রানী নানা রঙে সজ্জিত তার সেনাদলের সঙ্গে কুচকাওয়াজে অংশ নেন। কুচকাওয়াজে থাকে ১ হাজার চারশোর বেশি সরকারি কর্মকর্তা, ২০০ ঘোড়া এবং চারশোরও বেশি সঙ্গীতশিল্পী।

লন্ডনে রানীর বাসভবন বাকিংহাম প্রাসাদ থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সেনাদলের কুচকাওয়াজ। চলতি বছর রানীর দ্বিতীয় ওই জন্মদিনটি পালিত হচ্ছে ১১ জুন।
১১ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে