বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:২৮:৩৩

শীতলতম নক্ষত্রের সন্ধান

শীতলতম নক্ষত্রের সন্ধান

এক্সক্লুসিভ ডেস্ক : যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির এক জ্যোতির্বিদ ব্রাউন ডোয়ার্ফ বা খয়েরি বামন নামে নতুন একটি নক্ষত্র আবিষ্কারে সক্ষম হয়েছেন। যাকে বলা হচ্ছে এখন পর্যন্ত আবিষ্কৃত নক্ষত্রগুলোর মধ্যে সবচেয়ে শীতলতম।
 
খয়েরি বামনকে আবিষ্কার করা সম্ভব হয় শক্তিশালী ওয়াইজ এবং স্পিৎজার স্পেস টেলিস্কোপের মাধ্যমে।  

নতুন আবিষ্কৃত বামন নক্ষত্রটির নাম দেওয়া হয়েছে, ‘ওয়াইজ জে০৮৫৫১০.৮৩-০৭১৪৪২.৫।’ বিজ্ঞানীরা বলছেন, বামন নক্ষত্রটির তাপমাত্রা মাইনাস ৪৮ থেকে মাইনাস ১৩ এর মধ্যে ঘোরাফেরা করে। এটির ওজন বৃহস্পতি গ্রহের ভরের তিন থেকে দশগুণ।

স্পেস টেলিস্কোপ থেকে পাওয়া ছবি থেকে দেখা যাচ্ছে যে নক্ষত্রটি সূর্য থেকে ৭.২ আলোকবর্ষ দূরে।

আমাদের সৌরজগতের এত কাছে এক নতুন প্রতিবেশীর অস্তিত্ব জানতে পেরে খুবই উত্তেজিত বোধ করছি বলে জানান পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটিতে অ্যাস্ট্রোনমির অ্যাসোসিয়েট প্রফেসর কেভিন লুহম্যান।

সৌরজগতের কাছে থাকলেও বামন নক্ষত্রটি মানুষের বাসোপযোগী হবে না। এর কারণ নক্ষত্রটিকে ঘিরে যেসব গ্রহ আবর্তিত হচ্ছে তাদের তাপমাত্রা আরও বেশি শীতল।’

বামন নক্ষত্রগুলো যে কোনো তারকার মতোই জীবন শুরু করে কিন্তু আণবিক জ্বালানি পোড়ানো বা নক্ষত্রের আলো বিকিরণ করার মতো ভর তাদের থাকে না।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে