রবিবার, ১২ জুন, ২০১৬, ০৪:৩৯:৩৮

চোখের সামনে গাছতলায় ময়না তদন্ত!

চোখের সামনে গাছতলায় ময়না তদন্ত!

এক্সক্লুসিভ ডেস্ক :  ময়না তদন্তের কথা শুনলে এমনিতেই ভয়ে গা শিউরে উঠে। এছাড়াও পচা গন্ধ তো আছেই। এর জন্যই গোপনীয় ভাবে ময়না তদন্তের কাজটা সাড়া হয়ে থাকে। কিন্তু যদি দেখেন প্রকাশ্যে খোলা কোন জায়গায় ময়না তদন্ত হচ্ছে! তখন?

ভাবছেন এ আবার হয় কি! না হলেও এটাই হয়েছে। আর সেটা হয়েছে ভারতে। দেশটির ছত্তিশগড়ের সোনহাট এলাকায় হাসদেও নদীর পাড়ে প্রকাশ্যেই ময়না তদন্ত করেন চিকিৎসকরা। কারণ, ময়নাতদন্তর জন্য যে ঘরটি রয়েছে, সেটিরই জরাজীর্ণ অবস্থা। একাংশ ভেঙে পড়েছে, তার উপরে ছাদ নেই। ফলে বাধ্য হয়ে প্রকাশ্যেই ময়না তদন্ত ছাড়তে হয় চিকিৎসকদের। অথচ, এই সোনহাট আবার ব্লক হেডকোয়ার্টার।

একটি হিন্দি সংবাদপত্রে প্রকাশিত খবরের দাবি অনুযায়ী, আশেপাশের প্রায় ১০২টি গ্রাম থেকে সোনহাটে মৃতদেহের ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়। কিন্তু স্থানীয় সমাজবিরোধীদের দৌরাত্মে ময়না তদন্তের ঘরটিরই বেহাল অবস্থা। যে টেবিলটির উপরে রেখে ময়নাতদন্ত করা হত, সেটিও সরিয়ে ফেলেছে তারা। বাধ্য হয়ে গাছতলাতেই মাটিতে মৃতদহে রেখে ময়না তদন্ত সারছেন চিকিৎসকরা। এমনকী, ময়নাতদন্তের জন্য নিয়ে এসে সারারাত প্রকাশ্যে মৃতদেহ পাহারাও দিতে হয় অনেককে।

স্থানীয় প্রশাসনের অবশ্য দাবি, ময়না তদন্তের জন্য ঘরটির সংস্কার করার জন্য উপরমহলে জানানো হয়েছে। ততদিন পর্যন্ত এভাবেই চালানো ছাড়া উপায় নেই।
১২ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে