রবিবার, ১২ জুন, ২০১৬, ০৪:৫৭:০৯

এক গৃহকর্তার ৩৯জন স্ত্রী! পুরো সংসারে সদস্য সংখ্যা ১৮১জন!

এক গৃহকর্তার ৩৯জন স্ত্রী! পুরো সংসারে সদস্য সংখ্যা ১৮১জন!

এক্সক্লুসিভ ডেস্ক : একটি পরিবারে কতজন সদস্য থাকে? ২০, ২৫ কিংবা ৩০ জন। এর বেশি কি হতে পারে? হয় তো না। তবে যদি শোনেন এক পরিবারের মোট সদস্য সংখ্যা ১৮১ জন! অবাক হচ্ছেন?

অবাক হলেও ব্যাপারটা কিন্তু সত্যি। এক গৃহকর্তা। তার ৩৯ জন স্ত্রী। ৯৪ টি সন্তান। ১৪ জন পুত্রবধূ ও ৩৩ জন নাতি-নাতনি! সব মিলিয়ে ১৮১ জন সদস্য। এই পরিবারের গৃহকর্তার নাম জিওনা চানা। তিনি পেশায় একজন নির্মাণকর্মী। থাকেন মিজোরামের বাক্তওয়াং ভিলেজে। তার বর্তমান বয়স ৬৭ বছর।

এই বয়সেও তিনি ৩৯ জন স্ত্রীকে নিয়ে বহাল তবিয়তে সংসার চালিয়ে যাচ্ছেন। কবে কোন স্ত্রী তার শয়নকক্ষে জায়গা পাবেন, সেটা রুটিন মেনে চলে। অনেক সময়ে এক মাসে একবারও স্বামীর ডাবলবেড-এ জায়গা পান না স্ত্রীরা। তখন শুতে হয় ডরমেটরিতে।

চার তলার ১০০টা ঘর থাকলেও এই বাড়িতে বেশিরভাগই ডরমেটরি। ঢালাও বিছানা। গৃহকর্ত্রী অর্থাৎ জিওনার প্রথমা স্ত্রী বৃদ্ধা জাথিয়াঙ্গি কড়া হাতে পরিচালনা করেন এই বিশাল সংসার। সকলে তাকে মেনেও চলে।

আর জিওনা শুধু বিশ্বের বৃহত্তম পরিবারের কর্তাই নন, তিনি ওই এলাকার প্রায় ৪ হাজার পরিবারের যে চানা সম্প্রদায় তারও কর্তা।
১২ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে