রবিবার, ১২ জুন, ২০১৬, ০৯:২৮:৩৬

হাসি চাপতে পারবেন? চিকেন টিক্কা মশালার পাত্রে জ্যান্ত সিগাল!

হাসি চাপতে পারবেন? চিকেন টিক্কা মশালার পাত্রে জ্যান্ত সিগাল!

এক্সক্লুসিভ ডেস্ক : দেখলে হাসি চাপতে পারবেন? ভুলেও না।  মশলায় পড়ে একেবারে পাল্টেছে চেহারা।
চিকেন টিক্কা মশালার পাত্রে জ্যান্ত সিগাল! বলেন কী?
হ্যাঁ, একেবারে সত্যি ঘটনা।

ইউরোপের একটা বিশাল অংশ জুড়ে এই সিগাল পাখি দেখা যায়।  বক জাতীয় এই পাখিরা পরিচিত রূপ আর শান্ত আচার-আচরণের জন্য।  শেষে সেই সিগাল গিয়ে পড়ল কি-না চিকেন টিক্কা মশালার পাত্রে! আগ্গে কেমন করে?

পাত্র ভর্তি চিকেন টিক্কার মশালা।  সেই মশালার মধ্যে জ্যান্ত সিগাল পাখি দেখে ঘুম ছুটে যায় রেস্তোরাঁ কর্মীদের।  

সিগালটি ভেবেছিল বোধহয় কী না অসামান্য জিনিস রয়েছে পাত্রে! কিন্তু সশরীরে গিয়ে যে চিকেন টিক্কা মশালার মধ্যে পড়তে হবে তা আন্দাজ করতে পারেনি।

খাবার তো মিলেছে বটে, কিন্তু তার শরীরটা ঝোলে-হলুদে একাকার।  ব্রিটেনের গ্লস্টারশায়ারের এক ভারতীয় রেস্তোরাঁয় ঘটে যাওয়া এ ঘটনা এখন ইন্টারনেটে ভাইরাল।

রেস্তোরাঁর কর্মীদের কথায়, চিকেন টিক্কার মশলা একটি ড্রামে রাখা হয়েছিল তা ভেটে ফেলার জন্য। কয়েকজন কর্মী যখন সেটা ভেটে নিয়ে যাচ্ছিলেন, তখন জ্যান্ত সিগাল পাখিটিকে তারা আবিষ্কার করেন।
                                                              ঝোলের মধ্যে চুবে চিকেনের অবশিষ্টাংশ খেতে গিয়ে সিগালের চেহারা তখন ঝোড়ো কাকের মতো।  সাদা গাত্রবর্ণের সিগালকে তখন চেনাই দায়।

দ্রুত সিগালটিকে স্থানীয় পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  সেখানে সিগালটিকে জল ঢেলে আগের চেহারায় ফেরান চিকিৎসকরা।

কিন্তু বেচরা সিগালের গায়ে তখনো চিকেন টিক্কা মশালার তীব্র গন্ধ।  সিগাল বেচারি নিজেও এ গন্ধে যে বীতশ্রদ্ধ হচ্ছিল তা ভালোই বোঝা যাচ্ছিল।  অনেকে এ ঘটনার কথা জেনে বলেছেন, যেমন কর্ম তেমন ফল।
১২ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

 

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে