বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫০:৩২

বানর যখন রাখাল!

বানর যখন রাখাল!

এক্সক্লুসিভ ডেস্ক : এবার ছাগলের রাখাল হিসেবে ব্যবহার হচ্ছে বানর। বোধহয় একটু অবাক হচ্ছেন। তবে অবাক হওয়ার কিছু নেই। ছাগলের পাল দেখাশোনার জন্য রাখাল রাখার প্রচলন প্রাচীনকাল থেকেই। কিন্তু এ তা একটু ভিন্ন।

ডেইলিমেইল এর খবরে প্রকাশ, ভারতের এক কৃষক তার পোষা বানর ‘মানি’কে দিয়ে ছাগলের দেখাশোনা করাচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়, মানি ও তার সন্তান মিলে ওই কৃষকের ছাগলের পাল পাহারা দেয়। দিন শেষে ছাগলগুলোকে ঠিক মতো বাড়িতেও নিয়ে যায়।

ওই বানর দুটো এক ছাগলের ওপর থেকে আরেক ছাগলের ওপর লাফিয়ে তাদের সঠিক রাস্তা দিয়ে নিয়ে যায়। -
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে