৪৩ সেকেন্ডে ৯৫ তলা
এক্সক্লুসিভ ডেস্ক : চোখের পলকে ওঠে যাবেন ৯৫ তলা! এটা সম্ভব? হ্যাঁ সম্ভব। চিনের বহুতলে বিশ্বের দ্রুতগামী লিফট বসাচ্ছে হিতাচি৷ প্রতি ঘন্টায় ৭২ কিলোমিটার বেগে উঠবে এই লিফটি। ফলে দক্ষিণ চিনের গুয়াংজো সিটিএফ ফিনান্সিয়াল সেন্টারে এক তলা থেকে একেবারে ৯৫ তলায় পৌঁছে যাবে ৪৩ সেকেন্ডে ৷
কর্তৃপক্ষ বলছে ২০১৬ সালে এই বহুতলটির কাজ সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। বর্তমানে তাইওয়ানে তাইপে ১০১ বিল্ডিং টিতে সবচেয়ে দ্রুতগামী লিফটি রয়েছে , যেটি ঘন্টায় ৬০.৬ কিলোমিটার বেগে উপরে ওঠে৷ হিতাচির আশ্বাস এতটা দ্রুতগামী হলেও নতুন লিফটি ব্যবহারকারীদের কাছে আরামদায়ক হবে বলেই দাবি করা হয়েছে৷
লিফট চড়ার জন্য কানে যাতে তালা লেগে না যায় তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ এজন্য কৃত্রিম ভাবে বায়ুর চাপ ঠিক রাখা হবে৷ওই বহুতলে ৯৫টি লিফটি থাকবে৷ তার মধ্যে দু’টি হবে দ্রুতগামী লিফট ৷ ২৮টি দোতলা লিফট রাখা হচ্ছে গুয়াংজো সিটিএফ ফিনান্সিয়াল সেন্টারে ৷ওই বহুতলে অফিস, হোটেলের পাশাপাশি থাকছে আবাসনও৷
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস