সোমবার, ১৩ জুন, ২০১৬, ০১:৩৯:৫২

চিনে রাখুন এঁকে, আপনাকে পাগল করে দিতে ইনি একাই যথেষ্ট

চিনে রাখুন এঁকে, আপনাকে পাগল করে দিতে ইনি একাই যথেষ্ট

এক্সক্লুসিভ ডেস্ক: রেকর্ড গড়াটা তাঁর কাছে নেশার মতো। জীবনের শুরু থেকে রেকর্ডের পিছনে দৌড়চ্ছেন হরপ্রকাশ ঋষি। রেকর্ড গড়তে তিনি যা করতে পারেন. তা কেউ কল্পনাতেও সহজে আনতে পারে না। নিজেকে ‘গিনেস ঋষি’ বলে পরিচয় দেন এই মানুষটি। পুরো নাম হরপ্রকাশ ঋষি। জন্ম ১৯৪২। সুতরাং বয়স এখন ৭০ পার হয়েছে। কিন্তু, এই বয়সেও এমন সব কীর্তি স্থাপন করছেন, যা শুনলে অন্যরা পাগল হতে বাধ্য। ২০ টিরও বেশি গিনেস রেকর্ড স্থাপন করেছেন হরপ্রকাশ ঋষি। কী করেছেন এই মহান ব্যক্তি?

১. সারা শরীরে ৩৬৬টি দেশের জাতীয় পতাকার ট্যাটু আঁকিয়েছেন। যা একটা বিশ্বরেকর্ড। সব মিলিয়ে তাঁর শরীরে ট্যাটুর সংখ্যা ৫০০-রও বেশি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস হরপ্রকাশ ঋষির কীর্তিকে স্বীকৃতও দিয়েছে। 

২. একবার দিল্লি থেকে পিৎজা নিয়ে তা ডেলিভারি করেছিলেন সামফ্রান্সিসকোতে। 

৩. ১৯৯০ সালে বন্ধুর সঙ্গে টানা ১ হাজার ১ ঘণ্টা স্কুটার চালিয়ে গিনেস রেকর্ডে নাম তোলেন। 

৪. একবার ৪ মিনিটেরও কম সময়েও এক বোতল টমেটো কেচাপ খেয়ে নিয়েছিলেন। 

৫. এহেন ঋষির স্ত্রীও কীর্তিময়ী। ১৯৯১ সালে তাঁর স্ত্রী বিশ্বের সবচেয়ে ছোট উইল লিখে গিনেস রেকর্ডসে নাম তোলেন। কী লেখা ছিল এই উইলে? সামান্য চারটি শব্দ ‘অল টু মাই সন’।

৬. পেশায় অটো স্পেয়ার স্পার্টস প্রস্তুতকারক ঋষি মুখের ভিতরে প্রায় ৫০০ টি স্ট্র পুরবেন বলে সমস্ত দাঁত তুলে ফেলেন। হরপ্রকাশ ঋষির কথায় ৪৯৬টি ‘কোল্ড ড্রিংক স্ট্র’ মুখে রাখার পরে জায়গা কম পড়ছিল। তাই সমস্ত  দাঁত তুলে ফেলেছিলাম’। এর ফলে এখন ‘ফোকলা’ ঋষি। 

৭. দাঁত না থাকায় একবার মুখের মধ্যে ৫০টা জ্বলন্ত মোমবাতিও তুলে নিয়েছিলেন। 
 
৮. ঋষির জন্মটাও নাটকীয়। যা শুনলে চোখ কপালে উঠবে, সিনেমা হলের মধ্যে জন্মেছিলেন তিনি।

৯. আপাতত হরপ্রকাশ ঋষি ব্যস্ত রয়েছেন শরীরে তাবড় তাবড় রাষ্ট্রনায়ক এবং বিখ্যাত ব্যক্তিদের ট্যাটু আঁকতে। এর মধ্যে আছেন নরেন্দ্র মোদী, বারাক ওবামা, রানি এলিজাবেথ, মহাত্মা গাঁধী। এণনকী, ভারতের স্বাধীনতা আন্দোলনও স্থান পাবে তাঁর শরীরে আঁকা ট্যাটুতে।-এবেলা

১৩ জুন,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে