রেস্টুরেন্টে রান্না করছে রোবট
এক্সক্লুসিভ ডেস্ক : বাইরে থেকে দেখলে ঠিক বোঝা যাবে না নর্থ ইস্টার্ন চাইনিজ রেস্টুরেন্টটির বিশেষত্ব। সবকিছু অন্যান্য রেস্টুরেন্টের মতো হলেও রান্নার কর্তাটি কিন্তু পুরোপুরি স্টিলের তৈরি! অন্যদিকে তখনই অন্য একটি মেশিন প্রতি টেবিলে খাবার লাগাতে ব্যস্ত!
চীনের এক রেস্টুরেন্টে শেফ এবং ওয়েইটারের দায়িত্ব পালন করছে পুরোপুরি স্টিলের তৈরি রোবট। হেইলিংজিয়াং প্রদেশে অবস্থিত রেস্তোরাঁটির মালিক সম্প্রতি খরচ কমানোর লক্ষ্যে এমন ধারার ব্যবহারের প্রথম উদ্যোক্তা। সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রেস্তোরাঁর ম্যানেজার উ হাসেং বলেছেন, পুরো রেস্তোরাঁর রক্ষণাবেক্ষণ করা হচ্ছে কেবল কয়েকটি ইলেকট্রনিক বাটনের মাধ্যমে।
তিনি আরও জানিয়েছেন, বাটনের সাহায্যেই শেফ আর ওয়েইটারের ভূমিকায় অবতীর্ণ করা হয়েছে রোবটকে।
রেস্তোরাঁর কর্মচারী সান প্যাংচ্যাং বলেছেন, প্রতিটি বাটন একটি নির্দিষ্ট টেবিলকে নির্দেশ করে আর সেভাবেই টেবিলের দায়িত্বে রোবটকে নিযুক্ত করা হচ্ছে।
প্যাংচ্যাং আরো বলেন, প্রতিটি টেবিলের জন্য একটি রোবটকে নিয়োজিত করা হয়েছে।
রেস্তোরাঁটিতে খেতে এসে অনেকেই এ ব্যবস্থাকে পছন্দ করেছে। কেউ কেউ জানিয়েছেন, মানুষের রান্না খাবারের স্বাদের সঙ্গে এখানকার কোনো তফাৎ নেই।
রেস্তোরাঁটিতে খেতে আসা একজন বলেছেন, আমার মনে হয় না কেউ যদি বলে না দেয় তাহলে বুঝতেই পারবে না যে এসব রান্না রোবট তৈরি করেছে।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস