অঙ্ক শেখাবে বানর
এক্সক্লুসিভ ডেস্ক : অঙ্ক বিষয়টা এমনিতেই কঠিন। আর এই কঠিন বিষয়টি যদি শেখাতে হয় শিশুদের তাহলে আর কথাই নেই। ছোট শিশুকে অঙ্ক শেখানো সে এক ঝকমারি বটে৷ এই নাজেহাল অবস্থায় পড়লে সাহায্য নিতে পারেন বানরের।
গবেষকেরা বলছেন বানরের মধ্যে সংখ্যা ও বিভিন্ন চিহ্নকে চেনার ক্ষমতা রয়েছে৷ হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা তিনটি বানরকে ২৬টি আলাদা চিহ্ন, ১০টি অ্যারবিক নম্বর ও ১৬টি অক্ষর শেখান৷ প্রতিটি চিহ্নের জন্য তাদের শূন্য থেকে ২৫ ফোঁটা জল, জ্যুস বা অরেঞ্জ সোডা পুরস্কার হিসেবে হয়৷
দুটি আলাদা চিহ্ণের মধ্যে একটিকে বেছে নিতে বললে ৯০ শতাংশ ক্ষেত্রে বানরগুলি যেটির জন্য সবচেয়ে বেশি পুরষ্কার রয়েছে সেটিই বেছে নেয়৷ এই গবেষণা থেকে জানা যায় বানরেরা অনেক তাড়াতাড়ি বিভিন্ন চিহ্ন চিনে নিতে পারে এবং প্রয়োজন পড়লে তা কাজে লাগাতেও পারে৷ বানরেরা পরম মানের তুলনায় আপেক্ষিক মান বেশি করে চিহ্ণিত করতে পারে৷
গবেষকেরা বলেছেন, এই গণণা আমাদের ক্ষমতার বিবর্তনীয় উৎসের মধ্যে নতুন অন্তর্দৃষ্টি তৈরি করতে পারে৷ গবেষকেরা এখন দেখা চেষ্টা করছেন এই প্রাণীগুলি দ্বিগুন সংখ্যাও মনে রাখতে পারে কিনা৷
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস