বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫৯:২৮

দাঁত মাঝে শিম্পাঞ্জি!

দাঁত মাঝে শিম্পাঞ্জি!

এক্সক্লুসিভ ডেস্ক : ভাবভঙ্গি মানুষের মতো। আবার মানুষই তাকে নিয়ে বেশ মজা করে। মানুষের সাথে সুর মিলিয়ে আওয়াজ করলেও এবার ঘটিয়েছে মানুষের কাণ্ডই।  

রাতের খাবার পর নিয়ম করে দাঁত ব্রাশ করতে ভুল করে না সে।  ‘ব্রেইনি সিসিউয়ি’ নামেই ডাকে তাকে। বয়স তার ৩৪ বছর। থাকে বোর্নিও রেন ফরেস্টে।

অবাক হচ্ছেন! হওয়াটাই স্বাভাবিক। শুধু দাঁত মাঝন নয় মানুষের মত বাকি কাজও নিখুঁতভাবে করতে পারে দুষ্টু-মিষ্টির এই শিম্পাঞ্জি।

সিসিউয়ির প্রশিক্ষক এ ব্যাপারে জানান, সিসিউয়ি বেশ বুদ্ধিমান। প্রশিক্ষণের কয়েকদিনের মধ্যেই নানান কলাকৌশল রপ্ত করে ফলেছে। মানুষের মত অনেক খাবার তার ডায়েট-লিস্টে রেখেছে সে। নুডুলস তার ফেভারিট ডিস। তবে খোশ মেজাজেই আছে সিসিউয়ি!
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে