সোমবার, ১৩ জুন, ২০১৬, ০৫:১১:৩০

নতুন আরও এক চমক নিয়ে এলো হোয়াটসঅ্যাপ

নতুন আরও এক চমক নিয়ে এলো হোয়াটসঅ্যাপ

এক্সক্লুসিভ ডেস্ক : হোয়াটসঅ্যাপ ফেসবুক অধিগ্রহণ করার পর থেকে একের পর এক নতুন নতুন ফিচার সংযোজন করে চলেছে। ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখেই প্রতিনিয়িত তারা আপডেট করে যাচ্ছে হোয়াটসঅ্যাপকে।

এবার সেই ধারাবাহিকতায় নতুন একটি ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। আর সে নতুন সংযোজনটি হচ্ছে হোয়াটসঅ্যাপে গ্রুপ চ্যাটের ক্ষেত্রে। এখন চ্যাটিংয়ের সময়ে আপনি যে জবাবটি লিখছেন সেটি ঠিক কোন মন্তব্যের প্রেক্ষিতে সেটা আলাদা করে বোঝানো যায় না। মাঝখানে অনেকের অনেক কথা চালাচালি হয়ে যাওয়ায় বহু সময়ে মন্তব্যটিকে অপ্রাসঙ্গিক মনে হয়। এবার সেই সমস্যা মিটে যাচ্ছে।

তাহলে আসুন জেনে নিই কীভাবে কাজ করবে এই নতুন ফিচার? প্রথমে মেসেজটি সিলেক্ট করতে হবে। তার পরে সেটি বেশি সময় প্রেস করে রাখতে হবে। তিনটি অপশন আসবে। ‘রিপ্লাই’, ‘ফরওয়ার্ড’ এবং ‘ডিলিট’। ‘রিপ্লাই’ অপশনটি সিলেক্ট করে আপনার বক্তব্য লিখতে হবে। এর পরে পাঠিয়ে দিলেই যার মন্তব্যের প্রেক্ষিতে জবাব দিতে চাইছেন, তিনি পেয়ে যাবেন। সেখানে আপনার পাঠানো মেসেজের মধ্যে কোনটি কোন প্রশ্নের জবাব, তারও উল্লেখ থাকবে।

তবে এখনই অবশ্য এই সুযোগ পাবেন না। আপাতত বিটা টেস্টারেই পাওয়া যাবে নতুন এই ফিচার। সংবাদ সংস্থা-সূত্রে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপে দ্রুত ভিডিও কলিং চালু করার কথাও ভাবছে কর্তৃপক্ষ।
১৩ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে