বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১০:০৪:২৬

পাঁচ ঘণ্টা উড়োজাহাজের চাকায় কিশোর

পাঁচ ঘণ্টা উড়োজাহাজের চাকায় কিশোর

এক্সক্লুসিভ ডেস্ক : বাড়ি থেকে পালিয়ে ১৬ বছরের এক কিশোর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে হাওয়াই দ্বীপপুঞ্জে গেছে উড়োজাহাজের চাকায় করে। দীর্ঘ পাঁচ ঘণ্টা ওই উড়োজাহাজটি আকাশে উড়ে। তবে এই যাত্রার পরও কিশোরটি স্বাভাবিক ও সুস্থ রয়েছে। খবর বিবিবি’র।

হাওয়াই এয়ারলাইনসের মুখপাত্র জানান, গত রোববার সকালে উড়োজাহাজটি মাওই বিমানবন্দরে অবতরণ করার পর তারা ওই কিশোরকে খুঁজে পান। সে মাওই বিমানবন্দরে নেমে হাঁটছিল উদ্দেশ্যহীনভাবে।

এফবিআইয়ের জিজ্ঞাসাবাদে ওই কিশোর জানায়, কিশোরটি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। পরে সে স্যান জোস এয়ারপোর্টের বেড়া টপকে ভেতরে ঢোকে। উদ্দেশ্য ছিল উড়োজাহাজে ওঠা।

এফবিআইয়ের মুখপাত্র টম সিমন জানান, কিশোরটি ভাগ্যের জোরে বেঁচে গেছে। হাওয়াই এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এখন কিশোরটিকে সুস্থ রাখতে চায়। কিশোরটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

এয়ারলাইনসের কর্তৃপক্ষ জানায়, ওই উড়োজাহাজটি ভূমি থেকে ৩৯ হাজার ফুট উঁচুতে উড়ছিল। উড়োজাহাজে ছেলেটি অক্সিজেনের অভাব বোধ করে। তাপমাত্রাও অনুকূল ছিল না।

যাত্রার সময় ওই কিশোর কিছুটা অচেতন ছিল বলে ধারনা করছেন এফবিআইয়ের মুখপাত্র টম সিমন।

উল্লেখ্য, ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত যারা বিমানের চাকায় ভ্রমণ করার চেষ্টা করেছেন, তাদের মধ্যে এক-তৃতীয়াংশই মারা গেছে।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে