বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১০:১০:২২

চিঠি পৌঁছতে ৪৫ বছর

চিঠি পৌঁছতে ৪৫ বছর

এক্সক্লুসিভ ডেস্ক : পঁয়তাল্লিশ বছরের পুরনো একটি চিঠি এসেছে কানাডার এক নারীর কাছে। চিঠিটি ডাকে পাঠিয়েছিলেন তারই ছোট বোন। ঠিকানায় অসঙ্গতি ও নামে হেরফের থাকায় চিঠিটি যথাসময়ে পৌঁছায়নি। এত বছর পর ভিন্ন ঠিকানায় প্রাপকের কাছে চিঠিটি পৌঁছানোর ঘটনাও বেশ রহস্যময়।

মঙ্গলবার কানাডার গণমাধ্যমে এ তথ্য প্রকাশিত হলে বেশ আলোড়ন সৃষ্টি হয়।

এএফপির খবরে বুধবার জানানো হয়, অ্যান টিংগেল নামের ওই নারীর ৯ বছর বয়সী ছোট বোন ১৯৬৯ সালে তাকে একটি চিঠি পাঠিয়েছিলেন। সিবিসি রেডিওকে টিংগেলের বক্তব্যের বরাত দিয়ে খবরে বলা হয়, চিঠিতে ছয় সেন্ট মূল্যের স্ট্যাম্প লাগানো রয়েছে।

প্লাস্টিকে মোড়ানো ওই চিঠির সঙ্গে কানাডার ডাক বিভাগের ক্ষমাসূচক একটি চিরকুট রয়েছে। তবে চিঠি বিতরণে অবিশ্বাস্য রকম বিলম্বের জন্য ডাক বিভাগ ক্ষমা চায়নি। চিঠির খামের খারাপ অবস্থার জন্য তারা ক্ষমা চেয়েছে।

খামে প্রাপকের স্থলে লেখা জনাব ও জনাবা আর ডি টিংগেল। ঠিকানায় কেবল সড়কের নাম আছে। বাড়ির নম্বর ভুল। ঠিকানায় প্রাপকের শহর বা প্রদেশেরও উল্লেখ নেই। ১৯৬৯ সালে লেথব্রিজ শহর থেকে চিঠিটি পোস্ট করা হয়। এর মধ্যে টিংগেল তার ঠিকানা বদল করেছেন। সম্প্রতি তার নতুন বাসায় চিঠিটি আসে।

টিংগেল জানান, বাসা বদলের তথ্যটি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন তিনি। কিন্তু চিঠির রহস্যটি তার অজানা।

চিঠিটির শুরু হয়েছে একটি কবিতা দিয়ে। কবিতাটি তার ছোট বোনেরই লেখা। দ্বিতীয় সন্তান প্রসবের পর সহযোগিতা করতে টিংগেলের বাসায় গিয়েছিলেন তার ছোট বোন। ওই সময় কবিতাটি লেখা হয়।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে