মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬, ০৩:০৯:১৬

মনমাতানো মেহেদি

মনমাতানো মেহেদি

এক্সক্লুসিভ ডেস্ক : আমাদের উপমহাদেশের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ মেহেদি।  প্রাচীন এই রীতি আজকের যুগেও সমান জনপ্রিয়।  শুধু তাই না, আগে যেখানে আবাঙালিদের বিয়েতেই সীমাবদ্ধ ছিল মেহেদি।  সেই ট্র্যাডিশনকেই এখন নিজেদের ঘরে জায়গা দিয়েছে বাঙালিও।

হেনা, এশিয়ার বিভিন্ন প্রান্তে হেনা গাছ জন্মায়।  আগে হেনা গাছের পাতা বেটে তা ব্যবহার করা হত।  হাতে লাগানোর পর তা বেশ কিছুক্ষণ রেখে দেওয়া হত শুকোনোর জন্য।  একবার ব্যবহারের পর প্রায় ৩ সপ্তাহ হাতে থাকত মেহেন্দি।  তবে, সময়ের সঙ্গে বদলেছে হেনার রকমফের।

নাম বদলে হেনা এখন মেহেদি।  তাছাড়া বাজারে এখন রেডিমেড মেহেদিও মেলে।  ফলে পাতা বেটে লাগানোর ঝঞ্ঝাট থেকে মুক্তি।  কিউবে পাওয়া যায় বলে তা লাগাতেও সুবিধা।  তাছাড়া বাজারে মেহেদির নানা ডিজ়াইনের বইও পাওয়া যায়।  ফলে ডিজ়াইন দেখে হাতে লাগালেই হল।

তবে, মেহেদি আজ শুধু আর বিয়ের চৌহদ্দিতে আটকে নেই।  তা ছড়িয়েছে নানা উৎসব অনুষ্ঠানে।  মেহেদি ছাড়া এখন যেন সব উৎসবই ফিকে।  তা সে ঈদের সকাল হোক বা বাড়ির যেকোন অনুষ্ঠান।  আধুনিকাদের অন্যতম পছন্দ এই মেহেদি।  তাছাড়া স্টিকার মেহেদিও আজকাল পাওয়া যায়।  ফলে হাতে লাগিয়ে তা শুকোনোর ঝঞ্ঝাট নেই।
১৪ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে