বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১০:১৭:৩৫

সিগারেট ছাড়তে খাঁচার হেলমেট

সিগারেট ছাড়তে খাঁচার হেলমেট

এক্সক্লুসিভ ডেস্ক : যারা ধূমপান করেন না তাদের কাছে ধূমপায়িরা অনেকটা বিরক্তিরও বটে। শখের বসে বা বন্ধুদের পাল্লায় পরে ধূমপায়ি হয়ে ওঠেন অনেকের। কিন্তু এ এমন এক অভ্যাস যা ধরা খুব সহজ কিন্তু ছাড়া কঠিন। আপনি সিগারেট ছাড়তে চাইলেও কিন্তু সিগারেট আপনাকে আর ছাড়ছে না। এই সিগাটের ছাড়ার জন্য এক অভিনব পদ্ধতি নিয়েছেন ইব্রাহিম ইউসিল।

সিগারেট টানার মতো বদ অভ্যাস যারা কোনোভাবেই ত্যাগ করতে পারছেন না তারা অনুসরণ করতে পারেন ইব্রাহিম ইউসিলের পদ্ধতি। নিজেকে সিগারেট টানা থেকে দূরে রাখতে তিনি তারা পুরো মাথা একটি খাঁচার ভেতর ঢুকিয়ে তালা দিয়ে দিয়েছেন। যেন তিনি কোনো ভাবেই সেই খাঁচার শিক ভেদ করে ঠোঁটে সিগারেট না লাগাতে পারেন।
 
৪২ বছর বয়সী ইব্রাহিম ইউসিলের বাড়ি তুরস্কে। সম্প্রতি সিগারেট ছাড়তে এই অভিনব কায়দা ব্যবহারের পর এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি যখন হাই স্কুলে পড়ি তখন থেকেই ধূমপান করি। আমি প্রতি বছর জন্মদিনের দিন প্রতিজ্ঞা করি সিগারেট ছেড়ে দেব। কিন্তু পারি না কোনোভাবেই।
 
ইউসিল জানান, কমপক্ষে ২০ বছর তিনি প্রতিদিন দুই প্যাকেট করে সিগারেট টানেন। যা তাকে প্রতিনিয়ত অসুস্থ করে তুলছে। শেষে টেলিভিশনে এক মটরসাইকেল প্রতিযোগিতায় প্রতিযোগীদের হেলমেট দেখে এই খাঁচার হেলমেট তৈরি করার কথা তার মাথায় আসে। এখন তিনি এই খাঁচার হেলমেট পড়েই বাইরে যান ও অফিস করেন।
 
তিনি বলেন, আমার বাবা ধূমপান করতে করতে ফুসফুসের ক্যান্সারে মারা গেছেন। তাই আমি ঠিক করেছি ধূমপান ছাড়ার আমার এটাই উপযুক্ত সময়। খাঁচার ভিতর মুখ ঢুকিয়ে গত কিছুদিন আমি সিগারেট ছাড়া আছি। সামাণ্য অস্বস্তি ছাড়া আর কোনো সমস্যা হচ্ছে না।
 
কিন্তু খাঁচার চাবি কার কাছে এমন প্রশ্নের জবাবে ইউসিল জানান, তিনি তালারি চাবি দিয়ে দিয়েছেন স্ত্রী ও একমাত্র মেয়ের কাছে। শুধুমাত্র খাবার ও ঘুমের সময়টুকু ছাড়া আর খাঁচার তালা খোলা হয় না।
 
ইউসিলের স্ত্রী বলেন, প্রথম প্রথম তার এই খাঁচার হেলমেট আমাদের জন্য খুব অস্বস্তিকর ছিল। কিন্তু এখন আমরা তাকে সাহায্য করতে চাইছি। সে ধূমপান ছাড়তে চায়।
 
ইউসিল নিজেও বলেন, আমি আল্লাহর নামে ও কোরআন ছুঁয়ে শপথ করেছি। আমি আর ধমপান করবো না।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে