বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১০:২৩:৪১

কুকুর খুনে ছাগল মালিক আটক

কুকুর খুনে ছাগল মালিক আটক

এক্সক্লুসিভ ডেস্ক : কুকুরের আক্রমণে মারা গেছে দুইটি ছাগল। কিন্তু এ খবর জানেন না ছাগল মালিক। খোঁজ নিতে থাকেন কিভাবে মারা গেল ছাগল দুটো। সে কারণে মন মেজাজও ভালো নেই বাড়ির মালিকের।

বাড়ি ছিলেন না দিন তিনেক। ঘরের পাশেই ছোট ঘুপচি ঘরে থাকতো তার কয়েকটি ছাগল। শহর থেকে ফিরে দেখেন দুটি ছাগলের এ অবস্থা।

ছাগলের ক্ষতবিক্ষত শরীরে দাঁত ও নখের দাগ। দেখলে মনে হবে হায়েনা বা বাঘের আক্রমণ। প্রতিবেশীদের জিজ্ঞেস করে জানতে পারেন, ছাগলগুলোর চিৎকারের শব্দ। এসময় খুব ঘন ঘন কয়েকটি কুকুরকে ঘোরাফেরা করতে দেখেছিল তারা। কিন্তু কুকুরগুলোর চিৎকারের আওয়াজ পায়নি তারা।

স্থানীয় এক কিশোর নিজেকে প্রত্যক্ষদর্শী হিসেবে দাবি করে জানায়, চার থেকে পাঁচটা কুকুর মিলে বেড়া ভেঙে ছাগলগুলোর ওপর আক্রমণ করেছিল। ওরাই ছাগল দুটো মেরেছে।

এক মুহূর্ত দেরি করলেন না ছাগল মালিক। যে কুকুর বেশি ঘোরাফেরা করে এমন পাঁচটি কুকুরকে তাড়া করে ধরে ফেলেন। এরপর কুকুরগুলোকে একে একে গলা টিপে হত্যা করেন।
 
দিনভর এ ঘটনা করার পর এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাগল মালিককে আটক করে। তিনি পেশায় কৃষক ও ছোট ব্যবসায়ী।

এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারের জ্বালাপুর এলাকার আহবাবনগর গ্রামে। এ খবর দিয়েছে নিউজ এইট্টিন ডটকম।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে