মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬, ০৬:১৮:৩০

মোদীর দপ্তর থেকেও ৩০ গুণ বেশি ইন্টারনেট স্পিড যে গ্রামে

মোদীর দপ্তর থেকেও ৩০ গুণ বেশি ইন্টারনেট স্পিড যে গ্রামে

এক্সক্লুসিভ ডেস্ক : কম বেশি আমরা সবাই ইন্টারেনট ব্যবহার করি। কারো স্প্রিড ০.৫১২ এমবিপিএস, কারো বা ১.০০ এমবিপিএস। এর থেকে হয় তো বেশি হলে ২ এমবিপিএস হতে পারে। কিন্তু ৩৪ এমবিপিএস! ভাবতে পারছেন, কত সে স্পিড?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবরই প্রযুক্তি-প্রিয়। নিজস্ব ফেসবুক, টুইটার, ওয়েবসাইট থেকে প্রধানমন্ত্রীর দফতরের ওয়েবাসাইটকে সব সময়ে গতিশীল রাখতেই পছন্দ করেন তিনি। আর সেই জন্য দরকার হয় অত্যন্ত গতিশীল ইন্টারনেট পরিষেবা।

সম্প্রতি একটি আরটিআই আবেদনের প্রেক্ষিতে জানা গিয়েছে, পিএমও-র ইন্টারনেটের গতি ৩৪ এমবিপিএস।

তবে প্রধামন্ত্রীর দফতরের ইন্টারনেট পরিষেবার গতি নিয়ে খুব অবাক হওয়ার কিছু নেই কারণ, আমেরিকায় গুগ্‌ল ফাইবার সাধারণ মানুষের জন্য যে পরিষেবা দেয় তার গতি ১ জিবিপিএস।

ভারতেও কোচির একটি গ্রামে প্রতি সেকেন্ডে ১ জিবি স্পিডের ইন্টারনেট পরিষেবা পাওয়া যায়। সেটা আবার প্রধানমন্ত্রীর দফতরের স্পিডের তুলনায় ৩০ গুণ বেশি।
১৪ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে