বানরের দোকান বনে
এক্সক্লুসিভ ডেস্ক : অন্যরকম দোকান। মানুষের জন্য নয় কিন্তু। দোকান দুটো বানরের জন্যই। অবিশ্বাস্য হলেও বিষয়টি কিন্তু সত্যি।
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সংরক্ষিত বনাঞ্চল সন্তোষপুর বনে বানরের জন্য দুটি ভ্রাম্যমাণ মনিহারী দোকান বসানো হয়েছে। দর্শনার্থীরা দোকানগুলো থেকে বাদামসহ নানান খাবার কিনে বানরগুলোকে সরবরাহ করে থাকে।
এতে করে বনের বানরগুলো খাবার খেয়ে বাঁচার একটি উৎস খুঁজে পেয়েছে। নতুন জীবিকার সন্ধানে ছুটে আসা বানর অন্য বানরগুলোকে মনুষ্য হৃদয়ের এ উদারতার কথা জানান দেয়। এতে করে দিনের পর দিন বানরের সংখ্যা বেড়েই চলেছে।
উপজেলার সন্তোষপুর বনাঞ্চল উজাড় হওয়ার পর থেকেই বানরের সংখ্যা কমতে থাকে। খাবার না পেয়ে বানরগুলো চলে গিয়েছিল দূর-দূরান্তে। বানরের খাদ্য বিক্রির মনিহারী দোকানগুলো যেন জীবিকার এক নতুন দিগন্ত। খাবারের সন্ধান পেয়ে বানরের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত দু’শতাধিক।
একসময় সন্তোষপুর শালবন ও রাবার বাগান দেখতে আসা দর্শনার্থীরা বানরের ‘বাদরামি ঢংভঙ্গি’ উপভোগ করে চলে যেত। আর বানরগুলো অভিমান করে দূর-দূরান্তে ছুটে বেড়াত। এখন বানরগুলো দোকানের খাবার পেয়ে যেন বন্ধুসুলভ আচরণ করে।
সন্তোষপুর বনের বিট কর্মকর্তা সাইদুর রহমান জানান, প্রতিদিন বানর দেখতে আসছে দর্শনার্থীরা। তবে শীতকালীন বানর দেখতে দর্শনার্থীদের ভিড় বেড়ে যায়। অবশ্য বন আইনে বনে দোকান বসানো বেআইনি। তারপরও বানর ও দর্শনার্থীদের কথা মাথায় রেখে প্রশাসন বিষয়টি এড়িয়ে চলে।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস