মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬, ০৮:২২:২৫

২০১৪ সাল থেকে এখন পর্যন্ত সমুদ্র পথে বিশ্ব ভ্রমণ করছে একটি মুরগি!

২০১৪ সাল থেকে এখন পর্যন্ত সমুদ্র পথে বিশ্ব ভ্রমণ করছে একটি মুরগি!

এক্সক্লুসিভ ডেস্ক : সাত সমুদ্র পাড়ি দেয় মানুষ। এবার তার সাথে যুক্ত হয়েছে একটি মুরগি। দুই বছর ধরে এই মুরগি এক অভিযাত্রীর সঙ্গী হয়ে ঘুরছে নানা সমুদ্রে।

ইতমধ্যেই ক্যানারি আইল্যান্ড থেকে আফ্রিকার পশ্চিম উপকূল হয়ে তারা ঘুরে বেরিয়েছে ক্যারিবিয়ান আইল্যান্ডে। সেখানে উত্তর দিকে যাত্রা করে তারা গেছে আর্কটিক সাগরে। এখন তারা আছে গ্রিনল্যান্ডে। মুরগিটির নাম মনিক। আর তার সঙ্গীর নাম গাইরেক সুডি। ফ্রান্সের ব্রিটানি অঞ্চলে তার বাস।

বিশ্ব ভ্রমণের প্রথম দিকে ২০১৪ সালে ক্যানারি আইল্যান্ডে থেকে সে মনিককে তার জাহাজে ওঠায়।

গ্রিনল্যান্ড থেকে এক সাক্ষাৎকারে মজা করে গাইরেক বলছিলেন, জাহাজের অভিযাত্রী তারা দু`জন হলেও বেশিরভাগ পরিশ্রম তাকেই করতে হয়। মনিকের কাজ হলো জাহাজের ডেকে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা।

তিনি বলেন, 'শুরুতে আমি ভেবেছিলাম এই অভিযানে সঙ্গী হিসেবে একটি বিড়াল নেয়া যায় কি না। কিন্তু ভেবে দেখলাম বিড়াল নেয়ার ঝামেলা অনেক। কিন্তু তার অনেক দেখাশুনা দরকার হবে। কিন্তু মুরগির ক্ষেত্রে সেটা হবে না। আর বাড়তি পাওনা হবে ডিম।'

দিনের বেলা মনিক ৩৯-ফুঠ লম্বা জাহাজের পুরোটা নির্বিঘ্নে ঘুরে বেড়ায়। আর রাত হলে, কিংবা আবহাওয়া খারাপ থাকলে, তাকে তার ছোট্ট ঘরে ঢুকিয়ে দেয়া হয়।

গাইরেক বলছেন, 'মুরগি হলেও মনিক খুবই সাহসী। তার ভয় ছিল সমুদ্রের ঢেউ দেখে সে হয়তো ঘাবড়ে যাবে। হয়তো হাজাজ থেকে পানিতে পড়ে যাবে। কিন্তু তা হয়নি।'

এই দুজনের অভিনব সমুদ্র অভিযানে এখন পর্যন্ত কোন বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। শুধুমাত্র গ্রিনল্যান্ডে যাওয়ার পর সেখানকার লোকজন মনিককে নিয়ে খুবই উৎসাহী হয়ে পড়ে। কারণ গ্রিনল্রান্ডে কোন পোল্ট্রি শিল্প নেই।

এর পরের দফায় এই দুই অভিযাত্রী সুমেরু সাগর পাড়ি দেবে, এবং বেরিং প্রণালী অতিক্রম করে তারা অ্যালাস্কা গিয়ে পৌঁছুবে।-বিবিসি
১৪ জুন, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে