মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬, ১১:৫৯:৫৯

সেতুর অভাবে রোজ তিন কিলোমিটার সাঁতার কেটে স্কুলে যাচ্ছে এই প্রতিবাদী কিশোর

সেতুর অভাবে রোজ তিন কিলোমিটার সাঁতার কেটে স্কুলে যাচ্ছে এই প্রতিবাদী কিশোর

এক্সক্লুসিভ ডেস্ক : ভারতের যোগাযোগ ব্যবস্থা খুব গর্ব করার মতো নয়। কিন্তু এই দেশের যোগাযোগ ব্যবস্থার অনুন্নতির জ্বলন্ত নিদর্শন হয়ে থাকতে পারে কেরালার এই ১৪ বছরের কিশোর। কারণ, অর্জুন সন্তোষ নামের আলাপ্পুজা গ্রামের ছেলেটিকে রোজ ৩ কিলোমিটার সাঁতার কাটতে হয় স্কুলে পৌঁছতে।

অর্জু‌ন নিজে থাকে আলাপ্পুজা গ্রামে। আর তার স্কুল পুথোট্টা গ্রামে। দুই গ্রামের মাঝে পড়ে ভেমবানাদ হ্রদ। হ্রদের এপার থেকে ওপারে যাওয়ার জন্য বোটের ব্যবস্থা রয়েছে। কিন্তু বোটের সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই কম। ফলে সময়মতো বোট পাওয়া যায় না। আর যখন পাওয়া যায় বোট, তাতে থাকে মাত্রাতিরিক্ত ভীড়। সঙ্গত কারণেই আলাপ্পু‌জা, আর পেরুমপালাম নামের যে দ্বীপটিতে এই গ্রাম অবস্থিত সেই দ্বীপে বসবাসকারী ১০ হাজার মানুষ বিগত ২৫ বছর ধরে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন প্রশাসনের কাছে। কিন্তু প্রশাসন সেই দাবিতে কর্ণপাত করেনি। এই নিয়ে পেরুমপালামের সকলেই ক্ষুব্ধ।

সেই ক্ষুব্ধ মানুষদের মধ্যে রয়েছে ১৪ বছরের অর্জুনও। সেতু নির্মাণের ব্যাপারে প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ সে প্রতিদিন ৩ কিলোমিটার জলপথ সাঁতার কেটে পেরিয়ে স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু‌ স্থানীয় প্রশাসন বাধ সেধেছে তার এই অভিনব প্রতিবাদের পথেও। অর্জুন সাঁতরে স্কুলে যাওয়া শুরু করার কয়েকদিনের মধ্যেই স্থানীয় কালেক্টরের অফিস থেকে তার বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, এইভাবে সাঁতার কাটা অর্জুনের পক্ষে বিপজ্জনক। ফলে এই কাজ তাকে করতে দেওয়া যেতে পারে না।

প্রশাসনের চাপে সাঁতার কাটা আপাতত বন্ধ রেখেছে অর্জুন। কিন্তু এইভাবে কি সত্যিই চাপা দেওয়া যাবে অর্জুনের মতো পেরুপালামের আরও অজস্র মানুষের সেতু-সংক্রান্ত দাবিকে? অর্জুন বদ্ধপরিকর, যতদিন না সেতু তৈরির ব্যাপারে উদ্যোগী হচ্ছে প্রশাসন, ততদিন কোনও না কোনওভাবে চলবে তার প্রতিবাদ। -এবেলা
১৫জুন২০১৬/এমটিনিউজ২৪.কম/এআর/এমএম

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে