বুধবার, ১৫ জুন, ২০১৬, ০৫:৩৭:২৮

ভালবাসার শাস্তি ৭ বছর ঘরে বন্দী রাখা হল তরুণীকে

ভালবাসার শাস্তি ৭ বছর ঘরে বন্দী রাখা হল তরুণীকে

এক্সক্লুসিভ ডেস্ক:মুসলিম ছেলেকে ভালবেসেছিল। সেটাই তাঁর অপরাধ। যার শাস্তি হিসাবে সাত বছর বাড়িতে এক তরণীকে তালাবন্ধ করে রাখার অভিযোগ উঠল তাঁর পরিবারের বিরুদ্ধেই। সম্প্রতি দিল্লির মহিলা কমিশনের সদস্যরা গিয়ে মেয়েটিকে উদ্ধার করেছেন। এখন তাঁর বয়স ৩২।

ওই তরুণীর দাবি, ২৫ বছর বয়সে সহপাঠী এক মুসলিম যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। যা মানতে পারেনি তাঁর পরিবার। সম্পর্কের কথা জানাজানি হতেই মেয়েটিকে বাড়িতে আটকে রাখতে শুরু করে তাঁর পরিবার। ২০০৯ সালের ১৪অগস্ট থেকে তাঁকে ঘরের মধ্যে তাঁকে তালাবন্ধ করে রাখা শুরু হয়। ফোন, ইন্টারনেট— কিছুই ব্যবহার করতে দেওয়া হত না। এমনকী, পালাতে চাইলে তাঁর বাবা মারধর করতেন। মা আত্মহত্যার হুমকি দিতেন। শুধু তাই নয়, ছেলেটি আসলে ‘লাভ জিহাদের’ নামে তাঁকে ফাঁসাচ্ছে বলেও মেয়েটিকে বোঝানোর চেষ্টা করে তাঁর পরিবার। কিন্তু কোনও কিছুতেই ওই তরুণী রাজি হননি।

শেষ পর্যন্ত অবশ্য একদিন সুযোগ পেয়েই মায়ের ফোন থেকে ওই তরণী দিল্লির মহিলা কমিশনের হেল্পলাইন নম্বর ১৮১-তে ফোন করে সাহায্য চান। এরপরেই মহিলা কমিশনের সদস্যরা গিয়ে ওই তরুণীকে উদ্ধার করেন। আপাতত মহিলা কমিশনের হোমেই রয়েছেন তিনি। ওই তরুণী অবশ্য নিজের পরিবারের বিরুদ্ধে কোনও অভিযোগ জানাননি। এমনকী, তাঁর প্রাক্তন প্রেমিকও যদি অন্য কাউকে জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়ে থাকেন, তাতেও তিনি রাগ করবেন না বলে জানিয়েছেন ওই তরুণী। কারণ দীর্ঘদিন তিনি তাঁর প্রেমিকের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।-এবেলা
১৫জুন২০১৬/এমটিনিউজ২৪.কম/এআর/এমএম

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে