বুধবার, ১৫ জুন, ২০১৬, ০৬:৪১:২০

মোহিত করবে টানা চোখ

মোহিত করবে টানা চোখ

এক্সক্লুসিভ ডেস্ক:জন্মগতভাবেই একেকজন মানুষের চোখ একেকরকম। কারও কারও চোখ বড় আবার কারও আকারে ছোটো। অনেকেই নিজের ছোটো চোখ নিয়ে খুব বিব্রত বোধ করেন। কিন্তু কিছু মেকআপ কৌশল অনুসরণ করে খুব ছোটো চোখকেও সুন্দর ও আকর্ষনীয় করে তোলা যায়। চলুন জেনে নেওয়া যাক, ছোটো চোখকে বড় দেখানোর কিছু উপায়।

১) সবার আগে ভ্রু জোড়াকে গ্রুমিং করানো দরকার। এর মানে চোখের ধরন অনুযায়ী আইব্রো করাটা জরুরি। অনেকেরই আইব্রো করতে গেলে খুব ব্যথা লাগে। সেক্ষেত্রে মাস্কারা বা আই পেন্সিল দিয়ে ভ্রু আঁকতে পারেন।

২) চোখের পাতা বড় করারও ঘরোয়া পদ্ধতি রয়েছে। ডান দিক থেকে চোখের কোণা পর্যন্ত চোখের মণিটিকে নিয়ে আসুন । এরপর চোখের কোণা থেকে নাকের ডগার দিকে তাকান। প্রতিদিন যদি এরকম কয়েক মিনিট টানা চোখের ব্যায়াম করতে পারেন, তবে ছোটো চোখ থেকে বড় চোখের অধিকারী হতে পারেন।

৩) আইল্যাশ কার্লার দিয়েও চোখের পাতা বড় করানো যায়। কার্ল করলে চোখের প্রতিটি পাতা আলাদা হয়ে যায়। এর ফলে চোখ বড় দেখায়।-কালের কন্ঠ
১৫জুন২০১৬/এমটিনিউজ২৪.কম/এআর/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে