বুধবার, ১৫ জুন, ২০১৬, ১১:৫৬:১৭

টাস্কি খেতে চান? তবে এ খবরটি অবশ্যই পড়ুন

টাস্কি খেতে চান? তবে এ খবরটি অবশ্যই পড়ুন

এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্ববিখ্যাত ব্র্যান্ড অ্যাপল। এই অ্যাপল-এর বার্ষিক কনফারেন্সে অংশ নিতে গিয়েছিলেন মাত্র ৯ বছর বয়সী একটি বাচ্চা মেয়ে। বর্তমানে এই মেয়েকে নিয়েই পুরো বিশ্বজুড়ে চলছে দারুণ আলোচনা। কেন?

ভারতীয় বংশোদ্ভুত এই মেয়ের নাম অন্বিতা বিজয়। সে থাকে অস্ট্রেলিয়া। এই মেয়েটিই নাকি অ্যাপল-এর একজন মোবাইল অ্যাপ ডেভেলপার? এ নিয়েই এখন পুরো বিশ্বে চলছে হইচই।

অন্বিতা বানিয়ে ফেলেছে ‘স্মার্টকিনস অ্যানিমালস’ নামে একটি আইওএস অ্যাপ। এই অ্যাপের সাহায্যে, শিশুরা শিখতে পারে বিভিন্ন প্রাণীদের নাম এবং তাদের ডাক। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের কোনও প্রশিক্ষণ ছাড়াই অন্বিতা বানিয়েছে এই অ্যাপ।

সম্প্রতি অ্যাপল-এর বার্ষিক কনফারেন্স, ডব্লিউডব্লিউডিসি ২০১৬-তে অংশ নিয়েছিল অন্বিতা। এই কনফারেন্সে অংশ নেওয়ার জন্য একটি স্কলারশিপ দেওয়া হয়। এবছরের কনফারেন্সের জন্য যে ৩৫০টি আবেদন জমা পড়েছিল তার মধ্যে ১২০ জনেরই বয়স ১৮ বছরের কম।

কিন্তু মাত্র ৯ বছর বয়সে শুধুমাত্র ইউটিউবের টিউটোরিয়াল দেখে দেখে মোবাইল অ্যাপ বানানোর ঘটনা অ্যাপ ডেভেলপমেন্টের ইতিহাসে বিরল। অন্বিতার কথায়, ‘কোডিং করা খুবই চ্যালেঞ্জিং কিন্তু আমি নিজের ওপর খুশি যে আমি হাল ছেড়ে দিইনি।’  
১৫ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে