বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬, ০৫:৫৫:০২

আপনার ফোনে এই ছিদ্রটি কেন থাকে, জানেন?

আপনার ফোনে এই ছিদ্রটি কেন থাকে, জানেন?

এক্সক্লুসিভ ডেস্ক : আজকাল প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করে থাকেন। স্মার্টফোনে একটি ছিদ্র থাকে, এটি কি খেয়াল করেছেন? হ্যাঁ, অনেকেই খেয়াল করেছেন। কিন্তু এই ছিদ্রটি কেন? কি তার কাজ? তা কি কেউ জানেন?

হয় তো কেউ কখনোই এই ছিদ্রটি নিয়ে মোটেও ভাবেননি। কিংবা ভাববার দরকারও হয়নি। তাই জানাও হয়নি এটি কেন? তবে জানলে অবশ্যই আপনারও ভালো লাগবে। তাহলে আসুন জেনে নিই এই ছিদ্রটি স্মার্টফোনে কেন রাখা হয়?

কেউ কেউ ভাবতে পারেন, এটি হয় তো কোন বাট্ন। কিন্তু না। এটি কোনও বাট্‌ন নয়। এমনকী শুনলে অবাক হবেন, ক্যামেরার অংশও নয়। এটি একটি মাইক্রোফোন। তবে সাধারণ মাইক্রোফোন বলতে যা বোঝায়, এটি ঠিক তেমন নয়। এটি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি মাইক্রোফোন।

এর নাম নয়েজ ক্যানসেলিং মাইক্রোফোন। একে বলা হয় ‘রিয়ার মাইক্রোফোন’। নাম শুনে কাজ সম্পর্কে একটি ধারণা নিশ্চয়ই পাচ্ছেন। ফোনে স্পষ্টভাবে যে কথা শুনতে পান, তার কারণ এই মাইক্রোফোনটি।
১৬ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে