বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬, ০৯:৩২:৩৩

৩ সিংহকে যাবজ্জীবন কারাদণ্ড, কেন জানেন?

৩ সিংহকে যাবজ্জীবন কারাদণ্ড, কেন জানেন?

এক্সক্লুসিভ ডেস্ক : ৪ গ্রামবাসীকে হত্যার অভিযোগে আটক ৩ সিংহকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  ভারতের গুজরাটের এক আদালতে অভিনব এ বিচারের রায় দেয়া হয়।

এ খবর দিয়েছে জিনিউজ।

কেন যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় জানেন? এর আগে মানুষ হত্যার জন্য সন্দেহভাজন ১৮ সিংহকে আটক করা হয়।  তাদের রাখা হয় খাঁচার ভেতর।  সেই সময় তাদের বিচার চলছিল।

অবশেষে দীর্ঘ বৈজ্ঞানিক পরীক্ষার পর এ রায় দেয়া হলো।  ১৮ জন সন্দেহভাজনের মধ্যে ৩ সিংহকে দেয়া হলো যাবজ্জীবন কারাদণ্ড।  

সাধারণ মানুষের ওপর হামলা ও তাদের হত্যার অপরাধে দিন কয়েক আগে গুজরাটের গির অরণ্যভূমি থেকে ১৮টি সিংহকে বন্দী করে বন অধিদফতর।

এরপর বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে তিন সিংহকে দোষী সাব্যস্ত করা হয়।  রাজ্যের জুনাগড়ের সক্করবাগ চিড়িয়াখানায় এই ৩ নরখাদককে আজীবন সাজা কাটাতে হবে।  বাকি ১৫টি সিংহকে জঙ্গলে ছেড়ে দেয়া হবে।
১৬ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে