বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬, ১০:৩৯:২২

ফেসবুকে বন্ধুত্ব পাতিয়ে ১০ লাখ টাকা জলে গেল অনিতার

ফেসবুকে বন্ধুত্ব পাতিয়ে ১০ লাখ টাকা জলে গেল অনিতার

এক্সক্লুসিভ ডেস্ক : ফেসবুকে এ ঘটনা প্রথম নয়, প্রতারণার এমন ঘটনা হয়তো আগেও ঘটেছে।  কিন্তু টাকার অঙ্কে এ প্রতারণা অনেক ওপরে।  

ফেসবুকে বন্ধুত্ব পাতিয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নিল ইংল্যান্ড নিবাসী হার্লি ডমিনিক।  যার সঙ্গে প্রতারণা হয়েছে তিনি কোন্নগরের বাসিন্দা অনিতা চক্রবর্তী।

২৬-এ এপ্রিল ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছিল ইংল্যান্ড থেকে।  এরপর তা এক ক্লিকেই অ্যাক্সেপ্টেড।  বন্ধু থেকে আরো ভালো বন্ধু।

মেসেঞ্জারে ঘণ্টায় ঘণ্টায় মেসেজ, ভারত আর ইংল্যান্ড যেন স্কেন্ডের মধ্যেই কাছাকাছি।  ইংল্যান্ড থেকে বন্ধু হার্লি অনিতাকে গিফট পাঠিয়েছেন।

সেটা নিতে বেসরকারি অফিসে চাকরিজীবী অনিতা হার্লির বলে দেয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথমে ৩৫ হাজার টাকা জমা করেন।  

এভাবেই চলতে থাকে, কিন্তু বন্ধুর গিফট আর হাতে এসে পৌঁছায়নি।  যখন বুঝতে পারলেন যে, সেই গিফট আর এসে পৌঁছাবে না, প্রতারণার শিকার হয়েছেন তখন অনেকটাই দেরি হয়ে গেছে।  ফলে ১০ লাখ টাকা জলে গেল তার।

অবশেষে কোন্নগর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন অনিতা।  তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।  কিন্তু সেই টাকা কি উদ্ধার করা আদৌ সম্ভব?
১৬ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে