শুক্রবার, ১৭ জুন, ২০১৬, ০৩:৩১:২৯

কখনও ৬০ টাকার নোট দেখেছেন?

কখনও ৬০ টাকার নোট দেখেছেন?

এক্সক্লসিভ ডেস্ক : ছোটকালে হয়ত ১০ পয়সার কয়েন, ২০ পয়সার কয়েন, চার আনা, আধ আনা, এক টাকা, দু টাকা, পাঁচ টাকার কয়েন, এসবই দেখেছেন। তার মধ্যে কিছু প্রাগৈতিহাসিক হয়েছে আর কিছু কয়েন হাতে পেতে হাত উসখুস সকলের। নতুন কিছু বাজারে আসলেই সেটার চাহিদাও থাকে তুঙ্গে, আবার হারিয়ে যাওয়া জিনিসের বাজার মূল্যও আকাশ ছোঁয়া।

এই যেমন ধরুন ১ টাকার একটা বান্ডিল যেটায় ১০০টা নোট থাকবে তা কিনতে ব্যয় করতে হয় ৭০০ থেকে ৮০০ টাকা, আবার ১০০০ টাকার কয়েনের জন্য করতে হয় লাকের অপেক্ষা। যেটা আগে দেখছি এখন আর দেখা যায় না, তার যেমন মূল্য আর চাহিদা অনেক তেমনি যা প্রথম বাজারে আসছে সেটা নিয়েও তো আম জনতার উৎসাহের শেষ নেই।

তবে কখন ৬০ টাকার নোট! না, এটি কোন বাহিরের দেশে নয়, বাংলাদেশেই আছে। তবে এটি স্মারক নোট। ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তিতে বাংলাদেশ ব্যাংক ৬০ টাকার স্মারক নোট (বিনিময় যোগ্য নয়) বের করেছিল। যারা এখনো হাতে নিয়ে দেখেন নাই, তাদের জন্য এই পোষ্ট।
১৭ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে