শুক্রবার, ১৭ জুন, ২০১৬, ০৭:৩৭:০১

প্রশিক্ষিত রাশিয়ান দাঙ্গাবাজ গুন্ডারা ঢুকে পড়েছে, ভয়ে কাঁপছে ফ্রান্স

প্রশিক্ষিত রাশিয়ান দাঙ্গাবাজ গুন্ডারা ঢুকে পড়েছে, ভয়ে কাঁপছে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক : কপালে ঘাম মোছারও সময় পাচ্ছেন না ব্রুনো ত্রানি! আসলে বুঝে উঠতেই পারছেন না কি ভাবে বোঝাবেন ব্যাপারটা। মিলিয়ে-মিশিয়ে যা বললেন, তার মোদ্দা বক্তব্য, এরা কি গুন্ডা তৈরির কারখানা থেকে বেরিয়েছে? নাকি ফুটবল-গুন্ডাদের আকাশে রুশ সূর্যোদয়? সংবাদ সংস্থার বরাত দিয়ে জানাচ্ছে আনন্দবাজার।

যার জেরে ইউরোর ভরা বাজারে ব্রুনো ত্রানির মতো ফরাসি পুলিশ-কর্তাদের কাছে সন্ত্রাসবাদীদের রক্তচক্ষুও আপাতত দু’নম্বরে! বদলে ‘গব্বর’ সিংহের মতোই তাঁদের হৃদস্পন্দন বাড়াচ্ছে ‘মিউজিক হল’,  হ্যাপি গাইজ’ বা ‘এলিয়েনস’ শব্দগুলি। রাশিয়া থেকে আসা দাঙ্গাবাজদের এই নামগুলো শুনলেই যুদ্ধকালীন তৎপরতায় দাঙ্গা রুখতে পথে নেমে পড়তে হচ্ছে ফরাসি পুলিশকে।

মার্সেইয়ে গত সপ্তাহে যাদের দাপট দেখেছিলেন ‘রায়ট পুলিশ’-এর কর্তা ব্রুনো ত্রানি। ‘‘রুশ ফুটবল সমর্থকরা ঝামেলা পাকাতে পারে বলে আগে থেকেই খবর ছিল। আমরা তৈরিও ছিলাম। কিন্তু যে ভাবে পঙ্গপালের মতো ঝাঁকে ঝাঁকে এলাকা ঘিরে তাণ্ডব চালিয়ে পলকেই ওরা পালাল, তা দেখার পর এটা এখন পরিষ্কার যে, এই ধরনের হাঙ্গামার জন্য ওরা পুরোদস্তুর প্রশিক্ষিত!’’

মার্সেইয়ের আর এক রায়ট পুলিশ অফিসার দমেনেক মেসকুইডা-র অভিজ্ঞতাও চমকে দেওয়ার মতো। ‘‘কারও খালি গা। কারও গায়ে আবার কালো জামা। পেটানো চেহারার ওই রুশ সমর্থকরা দলবদ্ধ সব সময়েই। প্রত্যেকের হাতে ঘুসোঘুসি করার জন্য লোহার ‘নাকলডাস্টার’। আর সকলেই মিক্সড মার্শাল আর্টসে রীতিমতো পটু। আর ওরা জানে ঠিক কী জন্য ওদের পাঠানো হয়েছে।’’

গোটা দুনিয়ার ফুটবল মাঠে আতঙ্ক ছড়াতে এর আগে আর্জেন্টিনার ‘বারা ব্রাভোস’, ব্রিটিশ, ডাচ বা জার্মান ‘হুলিগান’রা ছিল রাজার আসনে। কিন্তু গুন্ডামির সেই রাজ সিংহাসন পুতিনের দেশের ‘আল্ট্রা’-র আগমনে প্রায় যায় যায় অবস্থা!

গত ইউরোতে রাশিয়া-পোল্যান্ড ম্যাচের পর এই রুশ ফুটবল গুন্ডাদের সম্পর্কে জেনেছিল দুনিয়া। আর চার বছরের মধ্যেই তাদের এতটাই বাড়বাড়ন্ত যে এ বারের ইউরোয় একদা দাপুটে ইংরেজ গুন্ডাদের পিটিয়ে রুশদের চিমটি, ‘‘ইংরেজগুলো একদম মহিলাদের মতো!’’

আর তার পরেই বেরিয়ে এসেছে ইংল্যান্ডের মিডিয়ার অন্তর্তদন্ত। ইংরেজদের দাবি অনুযায়ী, রাশিয়ার প্রকৃত সম্পদ আল্ট্রারা। যেমন জেনিথ সেন্ট পিটার্সবার্গের ‘মিউজিক হল’ বা স্পার্টাক মস্কোর ‘গ্ল্যাডিয়েটর’ ও ‘এলিয়েনস’। বিপক্ষকে বেধড়ক মারধর করার জন্য এদের যেমন সুনাম, তেমনই ইউএসপি চোখের পলকে এলাকা ছেড়ে পালানোর জন্য।

ইংরেজদের দাবি অবশ্য এখানেই থেমে নেই। রীতিমতো ভিডিও ফুটেজ দেখিয়ে তারা জানিয়েছে, এই ফুটবল গুন্ডাদের কয়েক প্রস্ত মারামারির

‘অডিশন’-এর পর রীতিমতো ঝাড়াইবাছাই করে পাঠানো হয়েছে ইউরোতে! প্রমাণ হিসেবে সেই মারপিটের প্রস্তুতি পর্বের ফুটেজও প্রকাশ করেছে ‘দ্য ডেইলি মেল’।

সেই প্রতিবেদন অনুযায়ী, মারপিটের এই প্রথম ধাপ উত্তীর্ণ হলে পরের ধাপে আরও তুখোড় ‘স্ট্রিট ফাইটার’দের সঙ্গে লড়তে হয় তাদের। সেখানে নজর কাড়তে পারলে তবেই নাকি মেলে রাশিয়ান ফুটবল টিমের সঙ্গে বিভিন্ন জায়গায় যাওয়ার সবুজ সঙ্কেত!

১৭ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে