শুক্রবার, ১৭ জুন, ২০১৬, ১২:১৬:৪৯

প্রেমিকের দেহে এসিড মারল প্রেমিকা

প্রেমিকের দেহে এসিড মারল প্রেমিকা

এক্সক্লুসিভ ডেস্ক : এবার প্রেমিকের দেহে এসিড ছুড়ে মারল প্রেমিকা। কারণ বিয়ে করতে রাজি হচ্ছে না প্রেমিক। সম্প্রতি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এ ঘটনা ঘটেছে। দেশটিতে পারিবারিক সহিংসতা নিরসনে প্রতিবছর হাজারের বেশি এসিড নিক্ষেপের ঘটনা ঘটে। তবে কোনো নারী কর্তৃক পুরুষকে এসিড নিক্ষেপের এমন ঘটনা একেবারেই বিরল।

মুলতান সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ছেলেটির দেহের ৬০ শতাংশ পুড়ে গেছে। তার প্রাণ বাঁচানোর চেষ্টা করা হচ্ছে।

পুলিশের সূত্র থেকে জানা যায়, মমিল মাই নামের চার সন্তানের এক জননীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল সদ্য বিবাহিত যুবক সাদ্দাকাত আলীর। ইদানীং আলীর ছোট বউ হওয়ার ইচ্ছা প্রকাশ করছিল মধ্যবয়সী মমিল মাই।

বুধবার রাতে গোপন অভিসারের পর আবারও আলীকে বিয়ের প্রস্তাব দেয় সে। কিন্তু প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে আলীর দিকে এসিড ছুড়ে মারে সে। তৎক্ষণাত মুখ ফিরিয়ে নিলেও শরীরকে বাঁচাতে পারেনি আলী। পিঠ থেকে সারা দেহ ঝলসে যায় তার।

এ ব্যাপারে আলীর পরিবারের পক্ষ থেকে ওই নারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মমিল মাইকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

প্রদেশটি কৃষি নির্ভর হওয়ায় ফার্মে এসিড ব্যবহারের প্রচলন রেয়েছ। ফরে সেখানে এসিড খুব সহজলভ্য।
১৭ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে