শুক্রবার, ১৭ জুন, ২০১৬, ০১:০১:৪১

দাড়ি রাখা কি স্বাস্থ্যসম্মত? জানুন বিজ্ঞান কি বলে

দাড়ি রাখা কি স্বাস্থ্যসম্মত? জানুন বিজ্ঞান কি বলে

এক্সক্লুসিভ ডেস্ক : পুরুষের দাঁড়ি রাখা ইসলাম ধর্মে সুন্নত হলেও অন্যান্য ধর্মের লোকেরাও কিন্তু দাড়ি রাখেন। তাছাড়া আজকাল পুরুষরা অনেকেই ফ্যাশনের অংশ হিসেবেও দাড়ি রেখে থাকেন।

একসময় পুরুষরা বরাবরই ক্লিন সেভ হয়ে থাকতেন। কিন্তু এখন সে সময় বদলেছে। এই দাড়ি হয়ে উঠেছে ফ্যাশনের অংশ। তবে এই দাড়ি রাখাটা শরীরের জন্য কতটা ভালো? সেটা জানাও যে প্রয়োজন।

আসলে একটি নির্দিষ্ট বয়সের পর হরমোনের কারণে নারী ও পুরুষের শরীরের মাঝে অনেক পরিবর্তন দেখা যায়। তার মধ্যে ছেলেদের দাড়ি একটি। কিছু পুরুষদের দাড়ি রাখতে দেখা যায়, আবার অনেকে কেটে ফেলেন। তবে, এখন দাড়ি রাখছেনই বেশি সংখ্যক পুরুষ। কিন্তু বিজ্ঞান কি বলে জানেন?

১। বিজ্ঞানীদের মতে, দাড়ি রাখলে পুরুষদের আকর্ষণ বৃদ্ধি পায়। তাদের প্রতি নারীরা বেশি আসক্ত হয়। ২। একজন পুরুষ তার জীবনের ১৩৯ দিন সময় শুধু শেভ করে কাটিয়ে দেয়!
 
৩। দাড়ি রাখার উপকারিতা রয়েছে। এটি আপনার ত্বক ভাল রাখবে এবং বাইরের ইনফেকশন দূরে রাখবে। ৪। এক গবেষণায় দেখা গিয়েছে, যারা দাড়ি রাখেন, তাদের মধ্যে বিষণ্ণতা কম দেখা যায়। ৫। ঘামের জন্য এর উপকারিতা অনেক। দাড়ি রাখলে শরীরের প্রয়োজনীয় প্রোটিনেও তফাৎ গড়ে উঠে।

এবার বুঝে দেখুন এতগুলো সুফল পাওয়ার জন্য অবশ্যই আপনার দাড়ি না কাটাই শ্রেয়।
১৭ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে