শুক্রবার, ১৭ জুন, ২০১৬, ০৫:৫৫:৩৬

ভিক্ষুকের আয় ৫ লাখ টাকা!

ভিক্ষুকের আয় ৫ লাখ টাকা!

এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বাস হলেও কিন্তু ঘটনা সত্যি। প্রতি মাসে মালয়েশিয়ায় ভিক্ষুকের আয় ৫ লাখ টাকা!

একজন ভিক্ষুকের আয় ৫ লাখ টাকা ছাড়িয়ে গেছে!

এমন অবিশ্বাস্য ঘটনার কথা জানিয়েছেন দেশটির পেনাংয়ের সমাজকল্যাণ অধিদপ্তরের এক মুখপাত্র সাইদ সিদুপ।

তিনি জানান, কিছু ভিক্ষুকের দৈনিক আয় ১ হাজার রিংগিত, যা বাংলাদেশি মুদ্রায় ১৯ হাজার টাকার বেশি।  মাসিক হিসাবে দাঁড়ায় প্রায় ৫ লাখ ৭৫ হাজার টাকা।

সাইদ সিদুপ জানান, এ তথ্য 'ভিক্ষুকদের কাছ থেকে পেয়েছি।  দানকারীর চেয়েও দানগ্রহীতার আয় বেশি। এদের কারো কারো দৈনিক আয় ১ হাজার রিংগিতর চেয়েও বেশি।

মালয়েশিয়ায় ভিক্ষুক সমস্যা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান মুখপাত্র সাইদ সিদুপ।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারির পর রাস্তার ভিক্ষুকদের উৎখাতে ১৫০টি অভিযান চালানো হয়েছে।  

অভিযানে ২০১ জন ভিক্ষুককে গ্রেপ্তার করা হয়।  এর মধ্যে ১৪২ জন ছিল স্থানীয়।  বাকিরা ভিনদেশি।
১৭ জুন, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে