এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বে এমন কিছু স্থান আছে যেখানে গেলে মনে হবে এটা পৃথিবী না, অন্য কোন গ্রহ। এমন একটি জায়গার নাম সকোট্রা দ্বীপ। এখানকার ভূ-প্রকৃতি, গাছ-পালা কিছুই আমাদের পরিচিত বিশ্বের মত না।
সকোট্রা দ্বীপে আটশ প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর বসবাস। দুই কোটি বছর আগে পৃথিবীতে ছিল কিন্তু বর্তমানে সেগুলোর অস্তিত্ব বিলীন হয়ে গেছে-এমন গাছপালাও রয়েছে এই দ্বীপটিতে। বিচিত্র এসব উদ্ভিদ দেখলে যেকেউ অবাক হতে বাধ্য। প্রকৃতির নানা প্রতিকূলতা মোকাবেলা করেও দ্বীপটির বুকে দুর্লভ এসব গাছপালা বেঁচে আছে। সকোট্রায় যে আটশ প্রজাতির উদ্ভিদ ও প্রাণী রয়েছে সেগুলোর এক-তৃতীয়াংশই পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না।
ড্রাগন ব্লাড ট্রি নামে এক প্রজাতির বেশ কয়েকটি গাছ দ্বীপটির বনাঞ্চলে শোভা বৃদ্ধি করছে। গাছটির ওপরের অংশ দেখতে অনেকটা সবুজ ছাদের মতো। মনে হবে প্রকৃতি নিজ হাতে নিখুঁতভাবে যতœ করে এটি সৃষ্টি করেছে।
দ্বীপটিতে বোতল ট্রি নামে বিরল প্রজাতির আরেকটি গাছ রয়েছে। গাছগুলোর আকৃতি ভিন্ন ধরনের। গাছে খুব বেশি পাতা নেই। নিচের অংশ মসৃণ সাদা।
ভারত মাহাসাগরে অবস্থিত চারটি দ্বীপের সমন্বয়ে আর্কিপ্লেগের (ঃযব খধহফ ড়ভ ঝযবনধ) সবচেয়ে বড় দ্বীপের নাম সকোট্রা দ্বীপ যা আর্কিপ্লেগটির ৯৫% জুড়ে রয়েছে। অন্য তিনটি দ্বীপের নাম-আব্দ আল কুরি, সামহা, দারিস। এটার অবস্থান আফ্রিকা আর আরবের মাঝামাঝি যা সোমালিয়া হতে ২৫০ কিলোমিটার আর ইয়েমেন হতে ৩৪০ কিলোমিটার দূরে।
দ্বীপটি আবহাওয়াগতভাবে শুষ্ক মরুভুমি অঞ্চল যেখানে বার্ষিক তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের একটু বেশী। বাৎসরিক বৃষ্টিপাত খুবই কম।
সব মিলিয়ে দ্বীপটি বন্যপ্রাণীর নিরাপদ আবাসন বলা হচ্ছে। দ্বীপটিতে রয়েছে সমুদ্রসৈকত আর সারি সারি পাহাড়। এই অপরূপ সৌন্দর্য দর্শনার্থীদের আকৃষ্ট করবে নিঃসন্দেহে।
২৫ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস